সিমলায় তাপমাত্রা নেমে যায় শূন্যের থেকে ০.৫ ডিগ্রি নীচে। ২০ সেন্টিমিটারের বেশি বরফ পড়েছে এখানে। কুফরি ও মশোবরায় বরফ পড়েছে ৪০ সেন্টিমিটারের বেশি।
10/12
বরফে ঢাকা পড়ে কুফরি ও নরকন্ডা।
11/12
বরফে ঢাকা সিমলা। গতকাল এখনও পর্যন্ত এই মরসুমের সব থেকে বেশি তুষারপাত হয়েছে এখানে। অন্তঃরাজ্য যোগাযোগ ছিন্ন হয়ে যায়।
12/12
হিমাচল প্রদেশ, কাশ্মীর ও উত্তরাখণ্ডে দারুণ তুষারপাত চলছে এখন। সাধারণ বাসিন্দারা অনেকেই তিতিবিরক্ত কিন্তু বেজায় খুশি পর্যটকরা। রাস্তাঘাট, যানবাহন সবই ঢাকা পড়েছে বরফের মোটা চাদরে। সব থেকে সমস্যা হচ্ছে যাতায়াতে। সিমলা, থেকে কুলু, মানালি – সর্বত্র রাস্তায় দেখা দিয়েছে বিচ্ছিরিরকম যানজট।