মোবাইল দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে মুকেশ অম্বানির রিলায়েন্স জিও। আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই চিন্তার মেঘ দেখা দিয়েছে অন্য মোবাইল সংস্থাগুলোর কপালে। প্রসঙ্গত, ফোর জি, ভিওএলটিই নেটওয়ার্কে জিও ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন
2/8
রাতে যাঁরা নেট ব্যবহার করেন, তাঁদের জন্যে নিঃসন্দেহে এটা ভীষণই সুখবর। কিন্তু অনেক ব্যবহারকারীই দেখেছেন, অনেক সময়ই নন-ভিওএলটিই থ্রিজি বা ফোর জি হ্যান্ডসেটে জিও ফ্রি ভয়েস কল পরিষেবা কাজ করছে না।
3/8
ভয়েস কল করার সময় ডেটার ব্যবহার হলেও, জিও এরজন্যে কোনও চার্জ করছে না। এছাড়া রাত ২ থেকে ভোর পাঁচটার মধ্যে জিও-র ইন্টারনেট পরিষেবা ব্যবহার করলে, সম্পূর্ণ বিনামূল্যে নেট পরিষেবাও পাবে ব্যবহারকারীরা।
'Jio4GVoice' অ্যাপসে একবার প্রবেশাধিকার পেয়ে গেলে, সেখানে থেকে একটি ওটিপি আসবে আপনার অপর ফোনে। একবার ভেরিফাই করে নিলেই আপনি জিও-র ফ্রি ভয়েস কল পরিষেবা ব্যবহার করতে পারবেন আপনার নন-ভিওএলটিই ফোনে।
7/8
চিন্তা নেই, প্লে স্টোরে যান। Jio4GVoice app সার্চ করুন, এর আগে নাম ছিল জিওজয়েন। কোনও রকম নকলের খপ্পরে পড়বেন না। এই স্ক্রিন শটটি দেখে নিন
8/8
চিন্তা করবেন না, একটি অ্যাপস ব্যবহার করলেই এই সমস্যার সমাধান হবে। আপনি যদি একটি থ্রিজির সাধারণ সেটে রিলায়েন্স জিও ব্যবহার করেন, তাহলে ফ্রি ভয়েস কল পরিষেবা পাবেন না। অফলাইন দেখাবে।