এক্সপ্লোর

ছবিতে দেখুন: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর ধ্বংসলীলার ঝলক

1/14
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জেরে গতকাল দিনভর কলকাতায় ভারী বৃষ্টি। তার জেরে হেস্টিং এলাকার একাংশ জলমগ্ন। জল জমেছে খিদিরপুরের বিভিন্ন রাস্তায়। সাদার্ন অ্যাভিনিউয়ের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। বিবেকানন্দ পার্কের উল্টোদিকে গাছ ভেঙে রাস্তার উপর পড়ে বিপত্তি। রাতে পার্কিং-এ দাঁড়িয়ে থাকা একটি বাসের উপর ভেঙে পড়ে গাছটি। তবে কেউ হতাহত হননি। সকালে ভেঙে পড়া গাছের একাংশের নীচ দিয়েই বিপজ্জনকভাবে যান চলাচল করছে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জেরে গতকাল দিনভর কলকাতায় ভারী বৃষ্টি। তার জেরে হেস্টিং এলাকার একাংশ জলমগ্ন। জল জমেছে খিদিরপুরের বিভিন্ন রাস্তায়। সাদার্ন অ্যাভিনিউয়ের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। বিবেকানন্দ পার্কের উল্টোদিকে গাছ ভেঙে রাস্তার উপর পড়ে বিপত্তি। রাতে পার্কিং-এ দাঁড়িয়ে থাকা একটি বাসের উপর ভেঙে পড়ে গাছটি। তবে কেউ হতাহত হননি। সকালে ভেঙে পড়া গাছের একাংশের নীচ দিয়েই বিপজ্জনকভাবে যান চলাচল করছে।
2/14
রাস্তায় গাছ পড়ে বন্ধ নারকেলডাঙা মেন রোড। গতকাল রাতে ঝড়ের সময় নারকেলডাঙা থানার সামনে ভেঙে পড়ে গাছটি। ব্যাহত যান চলাচল। গুরুদাস কলেজের কাছে বেলেঘাটার সুরেন সরকার রোডে গাছ ভেঙে পড়ায় বিপত্তি। যান চলাচল ব্যাহত। কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙা যাওয়ার পথে, গাছ ভেঙে পড়ে বিপত্তি। ভেঙে যায় রাস্তার রেলিং। ক্ষতিগ্রস্ত ফুটপাথ। হেলে পড়েছে বাতিস্তম্ভ।
রাস্তায় গাছ পড়ে বন্ধ নারকেলডাঙা মেন রোড। গতকাল রাতে ঝড়ের সময় নারকেলডাঙা থানার সামনে ভেঙে পড়ে গাছটি। ব্যাহত যান চলাচল। গুরুদাস কলেজের কাছে বেলেঘাটার সুরেন সরকার রোডে গাছ ভেঙে পড়ায় বিপত্তি। যান চলাচল ব্যাহত। কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙা যাওয়ার পথে, গাছ ভেঙে পড়ে বিপত্তি। ভেঙে যায় রাস্তার রেলিং। ক্ষতিগ্রস্ত ফুটপাথ। হেলে পড়েছে বাতিস্তম্ভ।
3/14
সল্টলেকের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কোথাও রাস্তা বন্ধ। কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলছে গাছের ডাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে বিধাননগর পুরসভার কোনও কর্মীর দেখা মেলেনি।  ভিআইপি রোডের কৈখালি এলাকায় জোড়া দুর্ভোগ। ভোররাতে ঝড়ের দাপটে ভেঙে পড়ে হোর্ডিং। সকালে বন্ধ হয়ে যায় এয়ারপোর্টগামী যান চলাচল। পাশাপাশি, গতকালের ভারী বৃষ্টির জেরে কৈখালি থেকে বাগুইআটি যাওয়ার রাস্তায় জল জমে যায়।
সল্টলেকের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কোথাও রাস্তা বন্ধ। কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলছে গাছের ডাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে বিধাননগর পুরসভার কোনও কর্মীর দেখা মেলেনি। ভিআইপি রোডের কৈখালি এলাকায় জোড়া দুর্ভোগ। ভোররাতে ঝড়ের দাপটে ভেঙে পড়ে হোর্ডিং। সকালে বন্ধ হয়ে যায় এয়ারপোর্টগামী যান চলাচল। পাশাপাশি, গতকালের ভারী বৃষ্টির জেরে কৈখালি থেকে বাগুইআটি যাওয়ার রাস্তায় জল জমে যায়।
4/14
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপট কলকাতাতেও। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিপত্তি।  এ পর্যন্ত ৭৫টি গাছ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। প্রবল ঝড়ে তপসিয়ায় গাছ ভেঙে পড়ায় আহত বৃদ্ধা। গতকাল রাতে বাড়ির উপর গাছ ভেঙে পড়ায় আহত হন ৮৫ বছরের লালবতী মল্লিক। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুর কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। বৃদ্ধাকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, ইএম বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকায় ফর্টিস হাসপাতালের সামনে গতকাল রাতে গাছ উপড়ে ট্যাক্সির উপর পড়ে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, কেউ হতাহত হয়নি।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপট কলকাতাতেও। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিপত্তি। এ পর্যন্ত ৭৫টি গাছ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। প্রবল ঝড়ে তপসিয়ায় গাছ ভেঙে পড়ায় আহত বৃদ্ধা। গতকাল রাতে বাড়ির উপর গাছ ভেঙে পড়ায় আহত হন ৮৫ বছরের লালবতী মল্লিক। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুর কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন। বৃদ্ধাকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, ইএম বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকায় ফর্টিস হাসপাতালের সামনে গতকাল রাতে গাছ উপড়ে ট্যাক্সির উপর পড়ে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, কেউ হতাহত হয়নি।
5/14
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মগরাহাট, ডায়মন্ড হারবার - একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। যান চলাচল ব্যাহত। কাকদ্বীপ থেকে বকখালি যাওয়ার পথে, ১১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ। পাথরপ্রতিমায় গাছ ভেঙে পড়েছে। হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি। গোসাবায় বাড়ির উপর ভেঙে পড়ে গাছ। ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি। বাসন্তীতে রাস্তায় গাছ ভেঙে পড়ায় বিপত্তি। পাশাপাশি, ক্যানিংয়ের ইটখোলা, মধুখালি, আমড়াবেড়িয়া, নিকারিঘাটা, হাটপুকুরিয়া এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত। রাস্তায় উপড়ে পড়েছে গাছ। সুন্দরবনের ঝড়খালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মাটির বাড়ি ভেঙে পড়েছে।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মগরাহাট, ডায়মন্ড হারবার - একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। যান চলাচল ব্যাহত। কাকদ্বীপ থেকে বকখালি যাওয়ার পথে, ১১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ। পাথরপ্রতিমায় গাছ ভেঙে পড়েছে। হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি। গোসাবায় বাড়ির উপর ভেঙে পড়ে গাছ। ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি। বাসন্তীতে রাস্তায় গাছ ভেঙে পড়ায় বিপত্তি। পাশাপাশি, ক্যানিংয়ের ইটখোলা, মধুখালি, আমড়াবেড়িয়া, নিকারিঘাটা, হাটপুকুরিয়া এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত। রাস্তায় উপড়ে পড়েছে গাছ। সুন্দরবনের ঝড়খালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মাটির বাড়ি ভেঙে পড়েছে।
6/14
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপটে লন্ডভন্ড বকখালি। ক্ষতিগ্রস্ত বকখালি বাজারের দোকানপাট। পর্যটকশূন্য হোটেল। দোকানে মালপত্র রেখেই অন্যত্র আশ্রয় নিয়েছেন ব্যবসায়ীরা। বকখালি বাস স্ট্যান্ড এলাকাতেও বহু দোকান ক্ষতিগ্রস্ত। রাস্তায় বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে আশ্রয়হীন ফ্রেজারগঞ্জের বহু মানুষ। তাঁদের অভিযোগ, গতকাল থেকে তাঁরা অভুক্ত। প্রশাসনের দেখা মেলেনি। এলাকায় ক্ষোভ।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপটে লন্ডভন্ড বকখালি। ক্ষতিগ্রস্ত বকখালি বাজারের দোকানপাট। পর্যটকশূন্য হোটেল। দোকানে মালপত্র রেখেই অন্যত্র আশ্রয় নিয়েছেন ব্যবসায়ীরা। বকখালি বাস স্ট্যান্ড এলাকাতেও বহু দোকান ক্ষতিগ্রস্ত। রাস্তায় বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে আশ্রয়হীন ফ্রেজারগঞ্জের বহু মানুষ। তাঁদের অভিযোগ, গতকাল থেকে তাঁরা অভুক্ত। প্রশাসনের দেখা মেলেনি। এলাকায় ক্ষোভ।
7/14
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। নামখানায় ভেঙে পড়ে দুটি জেটি। এর মধ্যে একটি নির্মীয়মাণ জেটি, আরেকটি জেটিতে ভেসেল বাঁধা ছিল। সেটি ভেসে যায়। ঘূর্ণিঝড়ের দাপটে নামখানা স্টেশনও ক্ষতিগ্রস্ত। কাকদ্বীপ স্টেশনের অ্যাসবেস্টসের চাল উড়ে গিয়েছে। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। নামখানায় ভেঙে পড়ে দুটি জেটি। এর মধ্যে একটি নির্মীয়মাণ জেটি, আরেকটি জেটিতে ভেসেল বাঁধা ছিল। সেটি ভেসে যায়। ঘূর্ণিঝড়ের দাপটে নামখানা স্টেশনও ক্ষতিগ্রস্ত। কাকদ্বীপ স্টেশনের অ্যাসবেস্টসের চাল উড়ে গিয়েছে। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ।
8/14
উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় তার প্রভাব পড়েছে। বিরাটি স্টেশনে আপ লাইনে গাছ ভেঙে পড়ায় ব্যাহত ট্রেন চলাচল। সকাল ৬টা নাগাদ রেললাইনের উপর ভেঙে পড়ে গাছ। এর জেরে শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-হাসনাবাদ শাখায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন থেকে গাছ সরানোর পর, ফের স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রামে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। সন্দেশখালির বেড়মজুর গ্রামে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। হাসনাবাদেও বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় তার প্রভাব পড়েছে। বিরাটি স্টেশনে আপ লাইনে গাছ ভেঙে পড়ায় ব্যাহত ট্রেন চলাচল। সকাল ৬টা নাগাদ রেললাইনের উপর ভেঙে পড়ে গাছ। এর জেরে শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-হাসনাবাদ শাখায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন থেকে গাছ সরানোর পর, ফের স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রামে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। সন্দেশখালির বেড়মজুর গ্রামে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। হাসনাবাদেও বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে।
9/14
মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মধ্যম পশ্চিমপাড়া গ্রামেও। ঝড়ের তাণ্ডবে এলাকায় হেলে পড়ছিলে বিদ্যুতের একটি খুঁটি। রবিবার সকালে বাড়ি থেকে বের হন স্থানীয় বাসিন্দা মইদুল গাজি। হেলে যাওয়া সেই বিদ্যুতের খুঁটিটি তাঁর উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ষাটের ওই বৃদ্ধের।
মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মধ্যম পশ্চিমপাড়া গ্রামেও। ঝড়ের তাণ্ডবে এলাকায় হেলে পড়ছিলে বিদ্যুতের একটি খুঁটি। রবিবার সকালে বাড়ি থেকে বের হন স্থানীয় বাসিন্দা মইদুল গাজি। হেলে যাওয়া সেই বিদ্যুতের খুঁটিটি তাঁর উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ষাটের ওই বৃদ্ধের।
10/14
হিঙ্গলগঞ্জের মালেকানঘুমটি গ্রামে প্রবল বৃষ্টিতে মাটির বাড়ি ধসে গিয়ে মৃত্যু হয় বছর পঁয়ষট্টির সুচিত্রা মণ্ডলের। হিঙ্গলগঞ্জের ছোট সাহেবখালি গ্রামে গাছে চাপা পড়ে ৬০ বছরের প্রকৃতি মৃধা এবং সন্দেশখালির কর্ণখালিতে বিদেশি সরকার নামে ৫৬ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়।
হিঙ্গলগঞ্জের মালেকানঘুমটি গ্রামে প্রবল বৃষ্টিতে মাটির বাড়ি ধসে গিয়ে মৃত্যু হয় বছর পঁয়ষট্টির সুচিত্রা মণ্ডলের। হিঙ্গলগঞ্জের ছোট সাহেবখালি গ্রামে গাছে চাপা পড়ে ৬০ বছরের প্রকৃতি মৃধা এবং সন্দেশখালির কর্ণখালিতে বিদেশি সরকার নামে ৫৬ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়।
11/14
ঝড়ের সময় বাড়িতেই ছিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের শশীনা গ্রামের বাসিন্দা রেবা বিশ্বাস। হঠাৎই বাড়ির ওপরে ভেঙে পড়ে গাছ। আর তাতেই মৃত্যু হয় বছর ৪৬-এর এই মহিলার।
ঝড়ের সময় বাড়িতেই ছিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের শশীনা গ্রামের বাসিন্দা রেবা বিশ্বাস। হঠাৎই বাড়ির ওপরে ভেঙে পড়ে গাছ। আর তাতেই মৃত্যু হয় বছর ৪৬-এর এই মহিলার।
12/14
বিধ্বংসী বুলবুলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরে। সেই জেলারই ভেটুরিয়া গ্রামে শনিবার রাতে স্বামী ও দুই সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন বছর ছাব্বিশের সুজাতা দাস। হঠাত্‍ই বাড়ির ওপর একটি গাছ ভেঙে পড়ে। চারজনকে উদ্ধার করা হলেও মৃত্যু হয় সুজাতার।
বিধ্বংসী বুলবুলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরে। সেই জেলারই ভেটুরিয়া গ্রামে শনিবার রাতে স্বামী ও দুই সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন বছর ছাব্বিশের সুজাতা দাস। হঠাত্‍ই বাড়ির ওপর একটি গাছ ভেঙে পড়ে। চারজনকে উদ্ধার করা হলেও মৃত্যু হয় সুজাতার।
13/14
শনিবার প্রবল ঝড়ের সময় পাশের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়িপুরের বাসিন্দা কমলা মণ্ডল। অভিযোগ, প্রবল হাওড়ায় রাস্তাতেই পড়ে যান তিনি। রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
শনিবার প্রবল ঝড়ের সময় পাশের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়িপুরের বাসিন্দা কমলা মণ্ডল। অভিযোগ, প্রবল হাওড়ায় রাস্তাতেই পড়ে যান তিনি। রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
14/14
সঙ্গে প্রবল বৃষ্টি নিয়ে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আছড়ে পড়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’।  আর এই ঘূর্ণিঝড়ের জেরেই তিন জেলায় মৃত্যু হল সাতজনের।
সঙ্গে প্রবল বৃষ্টি নিয়ে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আছড়ে পড়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আর এই ঘূর্ণিঝড়ের জেরেই তিন জেলায় মৃত্যু হল সাতজনের।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

JU Professor Death Mystery: যাদবপুরের অধ্যাপকের রহস্যমৃত্যু ! উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে দেহ উদ্ধার
যাদবপুরের অধ্যাপকের রহস্যমৃত্যু ! উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে দেহ উদ্ধার
Kolkata News: শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ! উপনির্বাচনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা
শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ! উপনির্বাচনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা
Medinipur News: পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধরের অভিযোগ!
পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধরের অভিযোগ!
Howrah Train Accident: দুর্ঘটনার আগে জোরে শব্দ! রেল লাইনে ফাটল নাকি অন্য কারণ? হাওড়ার নলপুরে কীভাবে লাইনচ্যুত ট্রেন?
দুর্ঘটনার আগে জোরে শব্দ! রেল লাইনে ফাটল নাকি অন্য কারণ? হাওড়ার নলপুরে কীভাবে লাইনচ্যুত ট্রেন?
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার। কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?Kolkata News: বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধারCongress News: নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির রাজ্য জুড়ে প্রতিবাদ কংগ্রেসেরWB News: লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের উপর বক্তব্য রাখতে, নরওয়েতে আমন্ত্রণ জানানো হল অভিষেককে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
JU Professor Death Mystery: যাদবপুরের অধ্যাপকের রহস্যমৃত্যু ! উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে দেহ উদ্ধার
যাদবপুরের অধ্যাপকের রহস্যমৃত্যু ! উত্তরাখণ্ডের হোটেলের ঘর থেকে দেহ উদ্ধার
Kolkata News: শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ! উপনির্বাচনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা
শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ! উপনির্বাচনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা
Medinipur News: পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধরের অভিযোগ!
পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধরের অভিযোগ!
Howrah Train Accident: দুর্ঘটনার আগে জোরে শব্দ! রেল লাইনে ফাটল নাকি অন্য কারণ? হাওড়ার নলপুরে কীভাবে লাইনচ্যুত ট্রেন?
দুর্ঘটনার আগে জোরে শব্দ! রেল লাইনে ফাটল নাকি অন্য কারণ? হাওড়ার নলপুরে কীভাবে লাইনচ্যুত ট্রেন?
RG Kar Protest: RG কর কাণ্ডের ৩ মাস পার, 'সুপ্রিম' শুনানির পর বড় প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের, 'কী পেলাম, কী পেলাম না ?..'
RG কর কাণ্ডের ৩ মাস পার, 'সুপ্রিম' শুনানির পর বড় প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের, 'কী পেলাম, কী পেলাম না ?..'
WB Assembly Election 2024: ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে কমিশনের দ্বারস্থ TMC, 'সুকান্তকে শোকজ করুক..'
৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে কমিশনের দ্বারস্থ TMC, 'সুকান্তকে শোকজ করুক..'
RG Kar Protest: সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা
সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা
Howrah Train Accident: সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত, দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত, বিভিন্ন স্টেশনে আটকে যাত্রীরা, চরম হয়রানি
সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত, দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত, বিভিন্ন স্টেশনে আটকে যাত্রীরা, চরম হয়রানি
Embed widget