RG Kar News: প্রতিহিংসা পরায়ণ ব্যবহার করতে হবে তার জন্য এই কাজগুলি করছে: অনিকেত মাহাতো
ABP Ananda Live: 'আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশের হানা, কোর্টের স্টে অর্ডার তারপর আজকে কিঞ্জলের চিঠি। এই চিঠি আমরা এখনও হাতে পাইনি। চিঠির বয়ান আমরা জানতে পেরেছি। রাজ্য সরকার খুব ভাল ভাবে জানে যে এরা কেমন ডিউটি করে। কিন্তু একটা হ্যারাসমেন্ট করতে হবে , প্রতিহিংসা পরায়ণ ব্যবহার করতে হবে তার জন্য এই জিনিসগুলি করছে'। কিঞ্জল নন্দকে রাজ্য সরকারকে চিঠি প্রসঙ্গে মন্তব্য চিকিৎসক অনিকেত মাহাতোর।
শনিবার সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওঁরা? মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে! তাঁরা কিছু অন্ধ, তৃণমূল বিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন।"
কুণাল আরও বলেন, "আমরা বিস্মিত, মেয়ের মৃত্যুতে যে বাবা-মার বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক-একদিন এক-এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কী করে হতে পারে! আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি... প্রথম দিন থেকে ইস্পাত কঠিন ভাবে এঁরা সাংবাদিকদের নানা কথা বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার মা-বাবা। পূর্ণ সম্মান দিয়েই বলছি।"


















