এক্সপ্লোর
যুদ্ধবিধ্বস্ত ইরাকে উদ্বাস্তুদের অন্ন তুলে দিচ্ছেন এই ব্রিটিশ শিখ
1/6

সিংহের ছোটবেলা কেটেছে পঞ্জাবের একটি গ্রামে। ১১ বছর বয়সে ব্রিটেনে পাড়ি দেন তিনি। এই অত্যাচারিত নিপীড়িত মানুষগুলির কথা জানতে পেরে তিনি আর সকলের মতো হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের।
2/6

মানবিকতা জাতপাতের থেকে অনেক বড়, তা আরও একবার প্রমাণ করে দিলেন এই মানুষটি। নাম রবি সিংহ। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ শিখ প্রাণের মায়া না করে যুদ্ধবিধ্বস্ত ইরাকের মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
Published at : 28 Nov 2016 10:57 PM (IST)
View More






















