সুরেশ মুকুন্দ জানিয়েছেন, এখানে অনুষ্ঠান করার সুযোগ তিনি পেয়েছেন মনস্বীর সৌজন্যেই।
2/7
মার্কিন রাজধানীর ওয়েস্ট লনে এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন তারকা ছাড়াও লক্ষ লক্ষ মানুষও দর্শক হিসেবে থাকবেন। সারা বিশ্বেই টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান।
3/7
প্রাক্তন মিস ইন্ডিয়া মনস্বী মাগমি এই ড্যান্স ট্রুপের নেতৃত্বে থাকবেন। ২০১০-এর এই ভারত-সুন্দরী রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হিসেবেই ভোটে জিতেছেন। মনস্বীর দাবি, তাঁদের পারফরম্যান্স মুগ্ধ করতে ট্রাম্পকে।
4/7
আমেরিকার সময় অনুযায়ী দুপুর ২ টার সময় এই বলিউডি অনুষ্ঠান দেখা যাবে।মুকুন্দ গত তিনদিন ধরে ৩০ জন শিল্পীকে এজন্য প্রশিক্ষণ দিচ্ছেন।
5/7
বলিউডি গানের সঙ্গে নৃত্যানুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে মুম্বইয়ের নালাসোপারার এক কোরিওগ্রাফার নিউইয়র্কে দিনরাত এক করে পরিশ্রম করছেন। ওই কোরিগ্রাফার সুরেশ মুকুন্দ সাত মিনিটে ভারতীয় উচ্চাঙ্গ ও বলিউড নৃত্যের মিশেলে একটি বিশেষ পারফরম্যান্স তৈরি করছেন।
6/7
ভোটের প্রচারের সময় ট্রাম্প ভারতের প্রতি তাঁর অনুরাগের কথা জানিয়েছিলেন। এবার আমেরিকার রাষ্ট্রপতি পদে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাবে বলিউড গানের সঙ্গে নৃত্য।
7/7
আজ শপথ গ্রহণ করবেন আমেরিকার নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, অনুষ্ঠানে দেখা যাবে বলিউডের হিন্দি গানের সঙ্গে ভারতীয় শিল্পীদের নৃত্য।