এই ফোনটিতে রয়েছে 'মাতৃভাষা' পরিষেবা, যার মাধ্যমে ২১ ভাষায় সংযোগ করা যায়।
2/8
এই স্মার্টফোনে এলএফটিওয়াই (সিঙ্গল সোয়াইপ অ্যাকসেস),ডেটা ব্যাক ও প্রাইম ভিডিও-র মতো ইনটেক্সের ভ্যালু অ্যাডেড পরিষেবা রয়েছে।
3/8
৪ জি ডুয়াল সিমের এই স্মার্টফোনের স্ট্যান্ডবাই টাইম ৮-১০ দিন এবং টক টাইম ছয় ঘন্টার বলে দাবি।
4/8
এই ডিভাইসে ৫ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে ফ্ল্যাশ সহ।
5/8
ইনটেক্স টেকনলজিজ-এর ডিরেক্টর নিধি মার্কেন্ড বলেছেন,আমরা ২০১৮-র শুরুতেই আমরা গ্রাহকদের মধ্যে জনপ্রিয় ৫ ইঞ্চি সেকশনে একটা মনে রাখার মতো উপহার দিতে চাই।
6/8
এই স্মার্টফোনটিতে রয়েছে 2.5D কার্ভড গ্লাসের সঙ্গে ১ জিবি র্যাম। এতে রয়েছে 1.3Ghz-র কোয়াডকোর ৬৪-বিট মিডিয়াটেক চিপসেট। সঙ্গে ৮ জিবি ইনবিল্ট আরওএম, যা মেমোরি এবং ৬৪ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি।
7/8
এটি একটি 4G-VOLTE ডিভাইস, যা অ্যান্ড্রয়েড ৭ নউগাত ওএস (অপারেটিং সিস্টেম) চালিত।
8/8
ভারতীয় হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থা ইনটেক্স টেকনলজিস সম্প্রতি সুলভ মূল্যে ৫ ইঞ্চির স্মার্টফোন অ্যাকোয়া লায়ন্স টি ১ লাইট বাজারে নিয়ে এসেছে। এর দাম ৩,৮৯৯ টাকা।