এক্সপ্লোর
নতুন বছরে সংশোধিত প্ল্যানের অফার জিও-র, গ্রাহকরা পাবেন সস্তায় আরও বেশি ডেটা
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163211/jio-9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/10
![৪৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা ৯১ দিন পর্যন্ত দিনে ১.৫ জিবি করে ডেটা পাবেন। এর আগে এই প্ল্যানে দিনে ১ জিবি করে ডেটা পাওয়া যেত।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163215/jio.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৪৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা ৯১ দিন পর্যন্ত দিনে ১.৫ জিবি করে ডেটা পাবেন। এর আগে এই প্ল্যানে দিনে ১ জিবি করে ডেটা পাওয়া যেত।
2/10
![৪৪৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিন পর্যন্ত দিনে ১.৫ জিবি করে ডেটা পাবেন। এর আগে এই প্ল্যানে ১ জিবি করে ডেটা পাওয়া যেত।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163213/jio-10.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৪৪৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিন পর্যন্ত দিনে ১.৫ জিবি করে ডেটা পাবেন। এর আগে এই প্ল্যানে ১ জিবি করে ডেটা পাওয়া যেত।
3/10
![৩৯৮ টাকার প্ল্যান : এই প্ল্যানে গ্রাহকরা ৭০ দিন পর্যন্ত প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। আগে দিনে এক জিবি ডেটা পাওয়া যেত। এই প্ল্যানে এবার গ্রাহকরা ১০৫ জিবি ডেটা পাবেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163211/jio-9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৩৯৮ টাকার প্ল্যান : এই প্ল্যানে গ্রাহকরা ৭০ দিন পর্যন্ত প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। আগে দিনে এক জিবি ডেটা পাওয়া যেত। এই প্ল্যানে এবার গ্রাহকরা ১০৫ জিবি ডেটা পাবেন।
4/10
![১৯৮ টাকার প্ল্যান :এই প্ল্যানে গ্রাহকরা এবার প্রতিদিন ১,৫ জিবি করে ডেটা পাবেন। অর্থাত ৪২ জিবি ডেটা পাওয়া যাবে। এর আগে এই প্ল্যানে ২৮ জিবি ডেটা পাওয়া যেত। সঙ্গে রয়েছে আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163209/jio-8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৮ টাকার প্ল্যান :এই প্ল্যানে গ্রাহকরা এবার প্রতিদিন ১,৫ জিবি করে ডেটা পাবেন। অর্থাত ৪২ জিবি ডেটা পাওয়া যাবে। এর আগে এই প্ল্যানে ২৮ জিবি ডেটা পাওয়া যেত। সঙ্গে রয়েছে আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল।
5/10
![৪৪৯ টাকার প্ল্যান : ৪৯৯ টাকার প্ল্যানের দাম কমে হল ৪৪৯ টাকা। এই প্ল্যানে ৯১ দিন পর্যন্ত প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163205/jio-7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৪৪৯ টাকার প্ল্যান : ৪৯৯ টাকার প্ল্যানের দাম কমে হল ৪৪৯ টাকা। এই প্ল্যানে ৯১ দিন পর্যন্ত প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে।
6/10
![৩৯৯ টাকার প্ল্যান : ৪৫৯ টাকার প্ল্যান এবার ৩৯৯ টাকায় পাওয়া যাবে। এই প্ল্যানে ৮৪ দিন পর্যন্ত প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163203/jio-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৩৯৯ টাকার প্ল্যান : ৪৫৯ টাকার প্ল্যান এবার ৩৯৯ টাকায় পাওয়া যাবে। এই প্ল্যানে ৮৪ দিন পর্যন্ত প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে।
7/10
![৩৪৯ টাকার প্ল্যান: ৩৯৯ টাকার প্ল্যানের দাম এবার ৩৪৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে। এর বৈধতা ৭০ দিনের।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163201/jio-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৩৪৯ টাকার প্ল্যান: ৩৯৯ টাকার প্ল্যানের দাম এবার ৩৪৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে। এর বৈধতা ৭০ দিনের।
8/10
![১৪৯ টাকার প্ল্যান : ১৯৯ টাকার প্ল্যানের দাম কমিয়ে জিও ১৪৯ টাকা করেছে। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163159/jio-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৪৯ টাকার প্ল্যান : ১৯৯ টাকার প্ল্যানের দাম কমিয়ে জিও ১৪৯ টাকা করেছে। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল ও এসটিডি ও রোমিং কল মিলবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।
9/10
![আর সংশোধিত প্ল্যানে গ্রাহকরা আগের থেকে কম দামে বেশি ডেটা পাবেন। কোম্পানি ১ জিবি ডেটা প্ল্যানের দাম অনেকটাই কমিয়েছে। সেই সঙ্গে এর বেশি ডেটার চারটি প্ল্যানের ডেটার পরিমাণ বাড়ানো হয়েছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163157/jio-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর সংশোধিত প্ল্যানে গ্রাহকরা আগের থেকে কম দামে বেশি ডেটা পাবেন। কোম্পানি ১ জিবি ডেটা প্ল্যানের দাম অনেকটাই কমিয়েছে। সেই সঙ্গে এর বেশি ডেটার চারটি প্ল্যানের ডেটার পরিমাণ বাড়ানো হয়েছে।
10/10
![নতুন বছর ২০১৮ শুরু হয়েছে। নতুন বছরে ফের এক নয়া অফার আনল রিলায়েন্স জিও। হ্যাপি নিউ ইয়ার ২০১৮ অফারে জিও এক-দুটি নয়, পুরো আটটি ট্যারিফ প্ল্যানেরই সংশোধন ঘটালো।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/06163156/jio-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন বছর ২০১৮ শুরু হয়েছে। নতুন বছরে ফের এক নয়া অফার আনল রিলায়েন্স জিও। হ্যাপি নিউ ইয়ার ২০১৮ অফারে জিও এক-দুটি নয়, পুরো আটটি ট্যারিফ প্ল্যানেরই সংশোধন ঘটালো।
Published at : 06 Jan 2018 04:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)