এক্সপ্লোর
কীভাবে লগ্নি করে টাকা বাড়াতে পারেন
1/6

অনলাইন লগ্নিকে সরাসরি লগ্নি বলা হয়। এই ধরনের লগ্নির ক্ষেত্রে কোনও ব্রোকার বা এজেন্টের প্রয়োজন নেই। মিউচুয়াল ফান্ড কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মিউচুয়াল ফান্ড এসআইপি ক্রয় করা যায়। এক্ষেত্রে ব্যক্তিগত বিস্তারিত ও কেওয়াইসি সংক্রান্ত তথ্য দিতে হবে। অনলাইন ফর্ম পূরণ করে তার প্রিন্ট আউট পোস্টের মাধ্যমে পাঠাতে হয়। আগে লগ্নি থাকলে কেওয়াইসি দিতে হবে না।
2/6

ভিন্ন ভিন্ন মিউচুয়াল ফান্ড ভিন্ন ভিন্ন পরিমাণ রিটার্ন দেয়। এখন থেকেই প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা লগ্নি করতে পারলে আগামী ২০ বছরে বেশ ভালোরকম রিটার্ন পাওয়া যেতে পারে। বাড়িতে বসেই মিউচুয়াল ফান্ডে লগ্নি করা যায়।
Published at : 23 Jan 2018 04:37 PM (IST)
View More






















