অনলাইন লগ্নিকে সরাসরি লগ্নি বলা হয়। এই ধরনের লগ্নির ক্ষেত্রে কোনও ব্রোকার বা এজেন্টের প্রয়োজন নেই। মিউচুয়াল ফান্ড কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মিউচুয়াল ফান্ড এসআইপি ক্রয় করা যায়। এক্ষেত্রে ব্যক্তিগত বিস্তারিত ও কেওয়াইসি সংক্রান্ত তথ্য দিতে হবে। অনলাইন ফর্ম পূরণ করে তার প্রিন্ট আউট পোস্টের মাধ্যমে পাঠাতে হয়। আগে লগ্নি থাকলে কেওয়াইসি দিতে হবে না।
2/6
ভিন্ন ভিন্ন মিউচুয়াল ফান্ড ভিন্ন ভিন্ন পরিমাণ রিটার্ন দেয়। এখন থেকেই প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা লগ্নি করতে পারলে আগামী ২০ বছরে বেশ ভালোরকম রিটার্ন পাওয়া যেতে পারে। বাড়িতে বসেই মিউচুয়াল ফান্ডে লগ্নি করা যায়।
3/6
মোটা অর্থ রোজগার হলে কেউ মিউচুয়াল ফান্ড ও শেয়ারে লগ্নি করতে পারেন। শেয়ারে ১৮ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। মিউচুয়াল ফান্ড থেকে ১৫ থেকে ১৭ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে।
4/6
চাকরি জীবনের শুরু থেকেই যদি কেউ লগ্নি করতে চায়, তাহলে ৩০ থেকে ৪০ বছরে মোটা রকম অর্থ সঞ্চয় করা যেতে পারে। এমনকি, সঞ্চয়ের পরিমাণ বেড়ে ১ কোটি টাকাও হতে পারে।
5/6
প্রত্যেকেই ভালো রকম অর্থ রোজগার করে স্বচ্ছ্বল জীবনযাপন করতে চায়। এরজন্য প্রয়োজন কষ্টার্জিত উপার্জনের অর্থ সঠিক সময়ে এবং সঠিক জায়গায় লগ্নি করা। এই লক্ষ্যে মিউচুয়াল ফান্ডে লগ্নি লাভজনক হয়ে উঠতে পারে।
6/6
এসআইপি-র জন্য ব্যঙ্ক সংক্রান্ত বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে এমন ওয়েবসাইটে লগ্নিকারী রেজিস্টার করতে পারেন যেখানে সব ধরনের লগ্নি একই জায়গায় পাওয়া যায়য অনলাইন লগ্নির সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সঠিক সময়ে নিজের লগ্নি ট্রাক করা খুবই জরুরি। সমস্ত বিষয়গুলি জেনে নিয়েই সতর্কতার সঙ্গে লগ্নি করা উচিত।