শুক্রবার রাতেও প্রথমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু ঘন জঙ্গল ও অন্ধকারের জেরে তা সম্ভব হয়নি। শেষমেষ গুলিতে ঘটনাস্থলেই মারা যায় সে।
2/6
অন্য এক বাঘিনীর মূত্রের সঙ্গে মেশানো হয় মার্কিন পারফিউম। যেখানে অবনীর ঘোরাফেরা সেই জঙ্গলের কিছু অংশে ছড়িয়ে দেওয়া হয়। গন্ধে আকৃষ্ট হয়ে চলে আসে সে।
3/6
জীবনহানি এড়াতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ৩ মাস ধরে তাকে ধরার চেষ্টা করছিল বন দফতর। প্রশিক্ষিত স্নিফার ডগ, ট্র্যাপ ক্যামেরা, ড্রোন, হ্যাং গ্লাইডার, বিশেষজ্ঞ ট্র্যাকার, শার্প শ্যুটার ও ২০০-র মত বনকর্মী এই কাজে নিযুক্ত ছিলেন।
4/6
২ বছরে অবনীর হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন স্থানীয় কৃষক ও আদিবাসী। সুপ্রিম কোর্ট এই সেপ্টেম্বরে তাকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়। এরপর অনলাইনে তার জীবনভিক্ষা চেয়ে আবেদনের বন্যা বয়ে যায়।
5/6
সরকারিভাবে অবনীর নাম ছিল টি ওয়ান। থাকত মহারাষ্ট্রের ইয়াভাতমল জেলার বোরাটি জঙ্গলে। গত ৩ মাস ধরে বন দফতর ধরার চেষ্টা করছিল তাকে। শেষমেষ শার্প শ্যুটার আসগর আলি শুক্রবার রাতে অবনীকে মেরে ফেলেন।
6/6
প্রশাসনের দাবি, গত ২ বছরে ১৩ জন মানুষ মেরেছিল সে। শুক্রবার রাতে গুলি করে মারা হয়েছে অবনী নামের বাঘিনীটিকে।