ইংরেজিতে একটা কথা আছে, যার বাংলা করতে দাঁড়ায়, বাজনার চেয়ে খাজনা বেশি। কথার চেয়ে কাজ বেশি। মোদীজি মনে হয়, কথাটা ভুলে গিয়েছেন।
2/11
কটাক্ষ করে তিনি এও বলেছেন, স্বপ্নের ফেরিওয়ালা এভাবেই প্রতিশ্রুতি বিলিয়ে যাচ্ছেন। কোটি কোটি মানুষকে দিয়ে তিনি অ্যাকাউন্ট খুলিয়েছেন। সাফল্য বলতে এটুকুই। লোকে বলছে, অ্যাকাউন্ট তো খুলেছি। কিন্তু করব টা কী!
3/11
মোদীর প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতির কথাও টেনে এনে তাঁকে আক্রমণ করেন তিনি।
4/11
বলেন, দু বছর ধরে কৃষি ক্ষেত্রে বদ্ধ দশা চলছে। দুর্দশা বেড়েছে ভারতীয় কৃষকের।
5/11
বলেন, বিদেশি ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত বেআইনি অর্থ দেশে ফেরাবেন, বলেছিলেন মোদী। কিন্তু পরিতাপের বিষয়, দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনে নিদারুণ ব্যর্থ হয়েছেন তিনি।
6/11
মোদী সরকারের শাসনে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকেও আক্রমণের অস্ত্র করেন মনমোহন।
7/11
টানা দশ বছর রাজ্যসভায় অসমের প্রতিনিধিত্ব করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
8/11
পঠানকোটের সাম্প্রতিক হামলা এর সর্বশেষ প্রমাণ বলে জানিয়েছেন তিনি।
9/11
অসমে কংগ্রেসের নির্বাচনী জনসভায় তিনি কেন্দ্রের এনডিএ সরকারের পাক-নীতিকে ‘ভঙ্গুর’ বলে কটাক্ষ করে অভিযোগ করেছেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এ দেশের শুধু জম্মু ও কাশ্মীরেই নয়, পঞ্জাব ও তার পাশ্বর্বর্তী রাজ্যগুলিতে ঢুকেও হামলা করছে।
10/11
11/11
বর্তমানকে আক্রমণ প্রাক্তনের। ইস্যু পাকিস্তান, সন্ত্রাসবাদ!