নাইজেরিয়ার ইগবো ওরা শহরে অবশ্য যমজের সংখ্যা অনেক বেশি। এখানে প্রতি হাজারে ১৪৫ জন যমজ
2/15
কিন্তু কোদিনহিতে প্রতি হাজারে ৪৫ জন যমজ
3/15
এশিয়ায় এই হিসেব প্রতি হাজারে চারেরও কম
4/15
নাজাবা ও নাজিবা নামে এই দুই বোনকে তাদের মা ছাড়া আর কেউ আলাদা করে চিনতে পারেন না। তাদের শুধু দেখতেই একরকম নয়, পছন্দ-অপছন্দও হুবহু এক। এমনকী, তাদের অসুখও হয় একইসঙ্গে
5/15
সারা বিশ্বে গড়ে প্রতি এক হাজার শিশুর মধ্যে মাত্র চার জন যমজ
6/15
কোদিনহি গ্রামের পঞ্চায়েত প্রধান মহম্মদ হাসান বলেছেন, গবেষকরা তাঁদের গ্রামের জল, মাটি, খাবারের নমুনা পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন। কিন্তু এখনও কোনও ফল জানা যায়নি
7/15
কিন্তু এখনও এই বিরল ঘটনার আসল কারণ জানা যায়নি
8/15
এই গ্রামের জল, হাওয়া, মাটিতে বিশেষ কিছু আছে কি না সেটা নিয়েও গবেষণা চলছে
9/15
এখানে এত যমজের জন্ম কীভাবে হচ্ছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা
10/15
২০০৮-এ কোদিনহি গ্রামে ১৫ জোড়া বাচ্চার জন্ম হয়। এরপরেই বিজ্ঞানীদের নজর পড়ে এই গ্রামের উপর
11/15
যমজ বাচ্চাদের নিয়ে বেশিরভাগ লোকই ধন্দে পড়ে যান। যাকে খোঁজা হচ্ছে তাকে চেনা মুশকিল হয়ে যায়
12/15
দুলেন্দ্র ভৌমিকের ‘গৌর নিতাই’ গল্পে একইরকম দেখতে দুই ভাইকে নিয়ে নানা ঘটনা ঘটত বেলতলা গ্রামে। কিন্তু এখানে এত জন যমজ একসঙ্গে। গোলমাল লেগে থাকারই কথা
13/15
এক জায়গায় এত বেশি যমজ খুব কমই দেখা যায়। ফলে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে কেরলের এই গ্রামটি
14/15
মল্লপুরমের কোদিনহি গ্রামে দেশের সবচেয়ে বেশি যমজ
15/15
রসনা ও রাফনা নামে এই দুই বোনও অসুস্থ হলে দু জনেই হয়