এক্সপ্লোর
এই মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি সম্পত্তির মালিক দেড় বছরের নাতি
1/7

ওয়াইএসআর কংগ্রেস নাইডুর নামে বেনামি সম্পত্তি রাখার অভিযোগ করেছে। এজন্য লোকেশ ওয়াইএসআর কংগ্রেসের সমালোচনা করেছেন। লোকেশ বলেছেন, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে নিজের সম্পত্তি তিনি ওই ব্যক্তির নামে করে দেবেন।
2/7

গত বছরেই জন্ম হয়েছে লোকেশের সন্তান নারা দেবাংশর। লোকেশ ছেলের নামে থাকা সম্পত্তির পরিমাণও ঘোষণা করেছেন। তার নামে জুবিলি হিলসে ৯.১৭ কোটি টাকার একটি বাড়ি রয়েছে। এছাড়াও তার নামে রয়েছে ২.৪ কোটি টাকার ফিক্স ডিপোজিট। লোকেশ চান, বিরোধী বা ক্ষমতাসীন, উভয় পক্ষের নেতাদেরই সম্পত্তির ঘোষণা করা উচিত।
Published at : 26 Oct 2016 07:06 PM (IST)
View More






















