রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করে এক নয়া নজির গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি শতরানকারী বিদেশি ক্রিকেটার এখন কুক
2/7
সচিন তেন্ডুলকরের এক ক্যালেন্ডার বছরে ৬ বার এক হাজারের বেশি রান রয়েছে। কুকের এবার লক্ষ্য সচিনের সেই রেকর্ড স্পর্শ করা
3/7
রাজকোটে আরও একটি নজির গড়েছেন কুক। এক ক্যালেন্ডার বছরে পাঁচ বার এক হাজারের বেশি রান করেছেন তিনি। ২০০৬, ২০১০, ২০১২, ২০১৫ এবং চলতি বছরে তাঁর রান হাজারের বেশি
4/7
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে টেস্টে ১২টি শতরান করেছেন কুক। এক্ষেত্রে তিনি প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচকে ছাপিয়ে গিয়েছেন
5/7
টেস্টে তৃতীয় ইনিংসে ১২টি শতরান করেছেন। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারারও তৃতীয় ইনিংসে ১২টি শতরান
6/7
ভারতের মাটিতে টেস্টে এক হাজারের বেশি রান করা চতুর্থ ব্যাটসম্যান কুক
7/7
বিদেশের মাটিতে টেস্টে শতরান করার হিসেবে এভার্টন উইকস, ক্লাইভ লয়েড ও হাশিম আমলাকে টপকে গিয়েছেন কুক। ভারতের মাটিতে টেস্টে চারটি করে শতরান করেছিলেন উইকস, লয়েড ও আমলা ভারতে চারটি করে শতরান করেছেন