জন্মের পর থেকে বেশিরভাগ সময়টা বাবার কোলেই কাটায় আব্রাম।
5/11
ছবিটি তোলা হয়েছিল কয়েক মাস আগে, লন্ডনে, আরিয়ানের গ্র্যাজুয়েশন ডে-তে।
6/11
এই ছবিটি দেখুন!
7/11
আব্রামের জন্মের আগে তোলা এই ছবি।
8/11
বাবার সঙ্গে দুই ছেলেমেয়ে।
9/11
লন্ডনে প্রকাশিত হওয়া একটি বইয়ের জন্য হয়েছে এই ফটোশ্যুট। একটি রিয়্যাল এস্টেট সংস্থার জন্য ইন্টিরিয়র ডিজাইন সংক্রান্ত ব্যাপারে গৌরী ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। (ছবি: বটম লাইন ইন্ডিয়া)
10/11
স্ত্রী গৌরী ও ৩ ছেলেমেয়ের সঙ্গে শাহরুখ। বড় দুই ছেলেমেয়ে আরিয়ান ও সুহানা ইতিমধ্যেই ইউথ সেনসেশন। আর ছোট্ট আব্রাম এসআরকে ভক্তদের চোখের মণি। (ছবি: ইনস্টাগ্রাম)
11/11
বহুদিন পর গোটা পরিবারের সঙ্গে ফটোশ্যুটে শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)