এক্সপ্লোর
চালু হয়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ট্রেন, তবুও রাস্তায় ঘরফিরতিদের মিছিল!
1/8

প্যাসেঞ্জার ট্রেনে আসন সীমিত করলেও শ্রমিক ট্রেনে সব আসন পূরণের সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি ট্রেনে ১২০০-র পরিবর্তে ফিরবেন ১৭০০ শ্রমিক। গন্তব্য রাজ্যে তিনটি স্টপেজ দেবে শ্রমিক স্পেশাল।
2/8

পথে শ্রমিক-মৃত্যুর পর নড়ে বসল কেন্দ্র। রেললাইন বা সড়ক পথে হেঁটে ফেরা নয়, পরিযায়ী শ্রমিকদের বোঝাক রাজ্য। ট্রেনের জন্য কথা বলুক রেলমন্ত্রকের সঙ্গে। পরামর্শ দিয়ে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের।
Published at : 11 May 2020 01:28 PM (IST)
Tags :
Migrant WorkersView More






















