প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি নিজে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নমূলক কাজের উপর নজর রাখছেন। কেন্দ্রীয় মন্ত্রীরা নিয়মিত এই অঞ্চলে আসছেন। ছবি সৌজন্যে অমিত গোয়েল লাইভ
2/8
আজ এই বিমানবন্দরের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের পরিকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য দ্রুতগতিতে কাজ চলছে। ছবি সৌজন্যে অমিত গোয়েল লাইভ
3/8
ভারত-চিন সীমান্ত থেকে ৬০ কিমি দূরে সমুদ্রপৃষ্ট থেকে ৪,৫০০ কিমি উপরে ২০১ একর অঞ্চল জুড়ে তৈরি হয়েছে পাকিয়ং বিমানবন্দর। এমনই জানিয়েছেন সিকিমের মুখ্যসচিব এ কে শ্রীবাস্তব। ছবি সৌজন্যে পিএমও ইন্ডিয়া
4/8
এই বিমানবন্দর তৈরি হওয়ার আগে সিকিমের সবচেয়ে কাছের বিমানবন্দর ছিল পশ্চিমবঙ্গের বাগডোগরা। সেখান থেকে সড়কপথে সিকিমে যেতে হত। ছবি সৌজন্যে পিএমও ইন্ডিয়া
5/8
দেশের ১০০-তম বিমানবন্দর পাকিয়ং। এই বিমানবন্দরের মাধ্যমে সরাসরি সারা দেশের সঙ্গে যুক্ত হল সিকিম। ছবি সৌজন্যে পিএমও ইন্ডিয়া
6/8
পাকিয়ং বিমানবন্দর থেকে প্রথম বাণিজ্যিক উড়ানের দিন ঠিক হয়েছে ৪ অক্টোবর। ছবি সৌজন্যে পিএমও ইন্ডিয়া
7/8
২০০৯-এ সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ৩৩ কিমি দূরে পাকিয়ংয়ে রাজ্যের প্রথম বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৯ বছর পরে আজ সেই বিমানবন্দরের উদ্বোধন করা হল। ছবি সৌজন্যে বিজেপি লাইভ
8/8
আজ সিকিমের পাকিয়ংয়ে প্রথম বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্যে বিজেপি লাইভ