এই ছবিটি সম্প্রতি তানিশা আন্দামান থেকে পোস্ট করেছেন। সমুদ্রের হিল্লোলের ছন্দে গা ভাসিয়ে দেওয়ার উচ্ছ্বাস রয়েছে ছবির ক্যাপশনে।
2/6
ইন্দোনিশেয়ার এই ছবিটিও তিনি শেয়ার করেছেন। সুইমিং পুলে যোগাভ্যাসের এই ছবিটি খুবই আকর্ষণীয়।
3/6
তানিশা তাঁর অনুরাগীদের জন্য মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে থাকেন।
4/6
মা ও মেয়ের একে অপরকে আদর ও ভালোবাসার ছবি ধরা পড়েছে সুইমিং পুলে। ছবির ক্যাপশনে তানিশা মায়ের প্রতি তাঁর ভালোবাসার কথা উচ্ছ্বসিত ভাষায় প্রকাশ করেছেন।
5/6
ছোট মেয়ে তানিশার সঙ্গে তনুজা নেমে পড়েন সুইমিং পুলে। মা-মেয়ের এই মিষ্টি ছবি প্রকৃত অর্থেই নজর কাড়বে।
6/6
তানিশা মুখার্জী এখন আন্দামানে ছুটি কাটাচ্ছেন। আর সেই অবসর বিনোদনের বেশ কিছু ছবি সামনে এসেছে। ছবিগুলিতে তানিশার সঙ্গে তাঁর মা তথা প্রবীণ বলিউড অভিনেত্রী তনুজাকেও দেখা গিয়েছে। তনুজা তাঁর মেয়ের সঙ্গে আন্দামানে গিয়েছেন।