Bangladesh News: সন্ন্যাসী-সহ মোট ৪ জনকে গ্রেফতার করল ইউনূস সরকারের পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda Live: বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের সেক্রেটারিকেও গ্রেফতার। সন্ন্যাসী-সহ মোট ৪ জনকে গ্রেফতার করল ইউনূস সরকারের পুলিশ। দাবি ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্টের।
হিন্দুদের কাছে ত্রাসের দেশ বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক। ঢাকায় কেনাকাটা করতে বেরিয়ে আক্রান্ত সায়ন ঘোষ। ভারতীয় ও হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা, ছোড়া হয় ইট-পাথর! কেড়ে নেওয়া হয় ফোন, মানিব্যাগ! সহযোগিতার বদলে হেনস্থা করেছে বাংলাদেশের পুলিশ! গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছেন বেলঘরিয়ার সায়ন ঘোষ
শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলায় ফিরেই ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'প্রয়োজনে রেজিনগর, বেলডাঙা দুই কেন্দ্র থেকেই দাঁড়াব, জিতে দেখাব যে মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না। দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন', ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।