সেই রকম একদিন ওড়ার সময় মাঝ আকাশে মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় বজ্র বিদ্যুৎ সহ বিদ্যুতের ঝলকানি ও ঝড়ের ছবি তোলেন বিমান চালক।
10/12
আকাশে ওড়া এবং ছবি তোলা, এই দুটোই হল স্যান্টিয়াগোর নেশা। তিনি যেখানেই যান, সঙ্গে তাঁর ক্যামেরাটি নিয়ে যান এবং ভিন্ন ধরনের ছবি তোলেন।
11/12
ছবিগুলো তোলা হয় বিমানটি যখন দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল। পানামা থেকে দক্ষিণ দিকে যেতে গিয়ে বিমানের ককপিট থেকে নেওয়া হয়েছে ছবিগুলো।
12/12
হাজার কথা বলার চেয়ে একটা ছবি অনেক বেশি কথা বলে, এই কথাটা আবার সত্যি প্রমাণ করলেন ইকুয়েডর এয়ারলাইন্সের এক বিমান চালক, স্যান্টিয়াগো বোর্জা। ছবি সৌজন্যে বিমান চালকের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট