এক্সপ্লোর
ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর, দাবি রিপোর্টে
1/10

তিনি যোগ করেন, পরিবারের সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেন শ্রদ্ধা। সেই ছবিগুলিতে প্রচুর লাইক পড়ে। কউলের দাবি, এই তথ্য ১৪টি ভারতীয় ভাষায় প্রাপ্ত ৬০০-র বেশি সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত। এর ওপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং তৈরি হয়েছে। ছবি-ইনস্টাগ্রাম
2/10

সংস্থার সহ-সম্পাদক অশ্বিনী কউল জানান, এক মাসের মধ্যে সপ্তম স্থান থেকে প্রথম স্থানে উঠে এসেছেন শ্রদ্ধা। অভিনেতা রাজকুমার রাও-এর সঙ্গে করা ‘স্ত্রী’ এবং শাহিদ কপূরের সঙ্গে করা ছবি ‘বাত্তি গুল মিটার চালু’-র প্রচারে সম্প্রতি ইনস্টাগ্রামে ভীষণই সক্রিয় ছিলেন শ্রদ্ধা। যার জেরেই, তাঁর র্যাঙ্কিং এমন চড়চড় করে ওপরে উঠেছে। ছবি-ইনস্টাগ্রাম
Published at : 19 Aug 2018 07:23 PM (IST)
View More






















