তিনি যোগ করেন, পরিবারের সঙ্গে তোলা একাধিক ছবি পোস্ট করেন শ্রদ্ধা। সেই ছবিগুলিতে প্রচুর লাইক পড়ে। কউলের দাবি, এই তথ্য ১৪টি ভারতীয় ভাষায় প্রাপ্ত ৬০০-র বেশি সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত। এর ওপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং তৈরি হয়েছে। ছবি-ইনস্টাগ্রাম
2/10
সংস্থার সহ-সম্পাদক অশ্বিনী কউল জানান, এক মাসের মধ্যে সপ্তম স্থান থেকে প্রথম স্থানে উঠে এসেছেন শ্রদ্ধা। অভিনেতা রাজকুমার রাও-এর সঙ্গে করা ‘স্ত্রী’ এবং শাহিদ কপূরের সঙ্গে করা ছবি ‘বাত্তি গুল মিটার চালু’-র প্রচারে সম্প্রতি ইনস্টাগ্রামে ভীষণই সক্রিয় ছিলেন শ্রদ্ধা। যার জেরেই, তাঁর র্যাঙ্কিং এমন চড়চড় করে ওপরে উঠেছে। ছবি-ইনস্টাগ্রাম
3/10
তাঁর পরেই ৫৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেম সোনম কপূর আহুজা। ছবি-ইনস্টাগ্রাম
4/10
৬৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবি-ইনস্টাগ্রাম
5/10
৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবি-ইনস্টাগ্রাম
মার্কিন টেক মিডিয়া সংস্থা ‘স্কোর ট্রেন্ডস ইন্ডিয়া’-র করা সমীক্ষা অনুযায়ী এই র্যাঙ্কিং করা হয়েছে। ছবি-ইনস্টাগ্রাম
9/10
এই প্রথম বার আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে এক নম্বর সেলিব্রিটি হলেন শ্রদ্ধা। ছবি-ইনস্টাগ্রাম
10/10
সাম্প্রতিক প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি হয়েছেন শ্রদ্ধা কপূর। বেশ কিছুদিন ধরে নিজের অভিনীত ‘স্ত্রী’ ছবির জন্য খবরের শিরোনামে রয়েছেন শ্রদ্ধা। ছবি-ইনস্টাগ্রাম