পুনঃসম্প্রচারেও বেশ সাড়া ফেলেছে মহাভারত। ধারাবাহিকের টিআরপি বেশ ঊর্ধ্বমুখী।
2/6
বস্ত্রহরণের ঘটনাটি রূপাকে এতই নাড়া দিয়েছিল যে, তিনি শ্যুটিংয়ের সময় কাঁদতে শুরু করেছিলেন। রূপাকে শান্ত করতে পরিচালক ও সহ-অভিনেতাদের আধঘণ্টা সময় লেগেছিল। বস্ত্রহরণ দৃশ্যটির শ্যুটিংয়ের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ২৫০ মিটার দৈর্ঘের শাড়ি আনানো হয়েছিল।
3/6
দ্রৌপদীর চরিত্রের সঙ্গে রূপা এতই একাত্ম হয়ে গিয়েছিলেন যে, একবারেই বস্ত্রহরণের দৃশ্যটা শ্যুট করা হয়েছিল। কোনও রিটেকের প্রয়োজন পড়েনি।
4/6
বি আর চোপড়ার পরামর্শে শ্যুটিং চলাকালীন দ্রৌপদীর মতোই জীবনযাপন করতে শুরু করেছিলেন রূপা। পরিচালক তাঁকে বলেছিলেন, চুল ধরে টানতে টানতে ঘরভর্তি লোকের সামনে নিয়ে এসে বস্ত্রহরণের চেষ্টা করা হলে একজন মহিলার ওপর কী নিদারুণ মানসিক অত্যাচার হয়, সেটা অনুভব করা সম্ভব ওইরকম জীবনযাপন করলে। বি আর চোপড়ার মতে, এতে দ্রৌপদীর ভূমিকায় আরও নিখুঁত অভিনয় করতে পেরেছিলেন রূপা।
5/6
বি আর চোপড়ার এই ধারাবাহিকে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।
6/6
লকডাউনে গৃহবন্দি গোটা দেশের মানুষ। একঘেয়েমি কাটাতে টিভিতে শুরু হয়েছে ধারাবাহিক মহাভারতের পুনঃসম্প্রচার।