এক্সপ্লোর
ষষ্ঠ দফাতেও পশ্চিমবঙ্গে ঝরল রক্ত, সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর সহ অন্যান্য জেলা, ছবিতে দেখুন হিংসার সেই খণ্ডচিত্র
1/16

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলদায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন। তৃণমূল কর্মীদের জন্য রান্না করা খাবার নষ্ট করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। অভিযোগ অস্বীকার বিজেপির।
2/16

কেশপুরের দোগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে ছাপ্পাভোটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। কেশপুর বাজারের কাছে তাঁকে আটকায় পুলিশ। ভারতী ঘোষের গাড়ি আটকে পড়ার সঙ্গে সঙ্গেই কেশপুর বাজারে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কিছুক্ষণের মধ্যে ভারতী ঘোষের বিরুদ্ধে শুরু হয়ে যায় বিক্ষোভ। ভারতীর গাড়ি লক্ষ্য করে তৃণমূল ইটবৃষ্টি করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়িও। ইটের ঘায়ে মাথা ফাটে বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষী এক সিআইএসএফ জওয়ানের। পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। তৃণমূলের দাবি, সেই গুলিতে বিদ্ধ হন দলীয় কর্মী বখতিয়ার খান। । যদিও সিআইএসএফ-এর দাবি, শূন্যে ৫ রাউন্ড গুলি চালিয়েছে তারা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পৌঁছোয় র্যা ফ ও কমব্যাট ফোর্স। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আহত তৃণমূল সমর্থককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published at : 12 May 2019 05:38 PM (IST)
View More






















