এক্সপ্লোর
ঋণ চোকাতে ডিম্বানু বিক্রয় করতে হল চিনের এক তরুণীকে!

1/7

চিনের সংশ্লিষ্ট সরকারি বিভাগ এই অবৈধ সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু ওই তরুণীর মতো অনেকেই আইফোন বা অন্য কোনও সামগ্রী ক্রয়ের জন্য ঋণের ফাঁদে জড়িয়ে ডিম্বানু বিক্রয় করতে বাধ্য হন । নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এভাবেই এই অবৈধ কারবার চলে।
2/7

এই দুটি অস্ত্রোপচারের সময় তরুণীকে মোবাইল থেকে শুরু করে কোনও কিছুই নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়নি। চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তরুণীদের ডিম্বানু বিক্রয়ের জন্য অবৈধ সংস্থাগুলির বিজ্ঞাপন শৌচাগার ও বিশ্ববিদ্যালয়ের ডর্মিটরিতে দেখা যায়। অর্থের প্রলোভন দেখিয়ে ডিম্বানু বেচতে প্রলুব্ধ করা হয়।
3/7

অস্ত্রোপচারের আগে অবশ্য তরুণীর জন্মগত রোগ, পারিবারিক ইতিহাস, স্বাস্থ্য, শিক্ষা, উচ্চতা ও ওজন সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছিল।
4/7

সংবাদমাধ্যমের কাছে বয়ানে তরুণী দাবি করেছেন, তাঁর অস্ত্রোপচার ওই সংস্থার বেআইনি ক্লিনিকে হয়েছিল। প্রথম অস্ত্রোপচার হয়েছিল সাংহাইতে। অস্ত্রোপচারের পর তাঁকে অ্যান্টি ইনফ্লেমেটোরি ওষুধ দেওয়া হয়। দ্বিতীয় অস্ত্রোপচার হয় য়ুহানে। সেখানে তিনি চারদিন অ্যান্টি ইনফ্লেমেটোরি ড্রিপে ছিলেন।
5/7

ওই তরুণী জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়নি। এভাবে ডিম্বানু বেচে তিনি ৬০ হাজার ইউয়ান ঋণ শোধ করেছেন। একটি অনলাইন ঋণপ্রদানকারী সংস্থা থেকে তিনি ওই ঋণ নিয়েছিলেন বলে জানিয়েছেন ওই তরুণী।
6/7

য়ুহানের বাসিন্দা ওই তরুণী জানিয়েছেন যে, তাঁর ওভারিতে ডিম্বানু উত্পাদন ত্বরান্বিত করতে তাঁকে ২২ দিন ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর দুটি পৃথক অস্ত্রোপচারের মাধ্যমে ২৯ টি ডিম্বানু নেওয়া হয় এবং সেগুলি বেআইনি ইনফার্টিলিটি সংস্থাগুলির কাছে বিক্রিয় করে দেওয়া হয়।
7/7

অনলাইন ঋণ-হাঙ্গরদের ঋণ শোধ করতে চিনের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নিজের অঙ্গ বিক্রি করতে হয়েছে। আর সেজন্য তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে। (সব ছবি-গেটি ইমেজ)
Published at : 26 Mar 2019 09:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
