জবাবে সুষমা তাঁকে বলেন, একজনের মেয়ে সবারই মেয়ে। তাই পাক তরুণীদের নিরাপত্তা নিয়ে তাঁরও উদ্বেগ ছিল
2/13
সুষমার সঙ্গে কথা বলার পর ট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানান আলিয়া
3/13
ভারত-পাক কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ভারতে ১১ তম বিশ্ব যুব শান্তি উৎসবে যোগ দিতে পাকিস্তান থেকে এসেছিলেন ১৯ জন তরুণী। এদেশে এসে তাঁরা মুগ্ধ
4/13
ট্যুইট করে সুষমাকে পাল্টা ধন্যবাদ দেন আলিয়া
5/13
পাক দলের প্রধান আলিয়া হরির দু দেশে শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছেন। তিনি একটি সংগঠনও গড়ে তুলেছেন। ১ অক্টোবর ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন আলিয়া। সুষমা তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন
6/13
সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানিদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ
7/13
পাক তরুণীদের দলটি মঙ্গলবার রাতে চণ্ডীগড়ে পৌঁছয়
8/13
কিন্তু ভারত সফর করে পাক তরুণীরা প্রত্যেকেই উল্লসিত। তাঁরা ভারতীয়দের ব্যবহারে মুগ্ধ
9/13
উৎসবের আয়োজকরা ইঙ্গিত দেন, প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই ফেরত পাঠানো হবে পাক তরুণীদের
10/13
সাত দিনের ভারত সফরে এসেছিলেন এই তরুণীরা। তাঁরা সবাই এই প্রথম ভারতে এলেন
11/13
উৎসবে যোগ দেওয়া ছাড়াও এই দলটি সিমলা বেড়াতে গিয়েছিল
12/13
পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এই তরুণীদের পরিবারের লোকেরা তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন
13/13
উৎসবের আয়োজকদের আলিয়া ও তাঁর সঙ্গীরা জানিয়েছেন, তাঁদের মনে হয়নি বিদেশে আছেন। ভারতকে নিজের দেশ বলেই মনে হচ্ছিল। ভারত সফর শেষ করে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরে গিয়েছে পাক দলটি