এমন সাজা দেওয়া হলে অপরাধীরা আর মহিলাদের স্পর্শ করার সাহস পাবে না।
2/5
জসমিন বলেছেন, মহিলাদের ওপর যাঁরা আক্রমণ করবেন, তাঁদের যন্ত্রনাদায়ক শাস্তি দিতে হবে এবং তাদের নপুসংক করে দিতে হবে। এটাই ধর্ষণ প্রতিরোধের একমাত্র উপায় বলেও তিনি মন্তব্য করেছেন তিনি।
3/5
অভিনেত্রী বলেছেন, দেশের বর্তমান আইনগুলি এ ধরনের অপরাধ মোকাবিলার ক্ষেত্রে পর্যাপ্ত নয়।
4/5
পেরাম্বাভুরে সম্প্রতি এক দলিত মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়। নির্যাতিতার মা ও অভিনেতা অনুপ মেননকে পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠকে জসমিন এই দাবি জানিয়েছেন।
5/5
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মীরা জসমিন বলেছেন, দেশে মহিলাদের যারা ধর্ষণ করবে তাদের যন্ত্রনাদায়ক সাজা দেওয়া হোক। তাঁর মতে, ধর্ষকদের নপুংসক করাই হবে উপযুক্ত শাস্তি। (ছবি-ইউটিউব)।