আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণই এখন স্বপ্ন যশমিনের। পাশাপাশি মেয়েদের প্রশিক্ষণও দিতে চান তিনি।
3/13
4/13
দেখে নিন ভারতীয় বডিবিল্ডার যশমিনের কিছু ছবি।
5/13
6/13
বেশ কিছু পুরস্কার ঝুলিতে রয়েছে যশমিনের। ২০১৬-এ উইমেন’স ফিজিক এন্ড উউমেন’স ফিটনেস- আইবিবিএফএফ মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সোনার মেডেল জিতেছেন তিনি।
7/13
শুধু বডিবিল্ডারই নয়, তিনি একজন ফিটনেস ট্রেনারও।
8/13
9/13
10/13
11/13
যশমিন জানিয়েছেন, স্কুলে পড়ার সময় খুব মোটা ছিলেন তিনি। সবাই তাঁর স্থূলতা নিয়ে হাসাহাসি করত। এতে খুবই দুঃখ পেতেন তিনি। একটি অসুখ হওয়ার পরই মোটা হয়ে যান তিনি। এরপরই শরীরচর্চা শুরু করেন তিনি।
12/13
ডায়েটের পাশাপাশি দিনে বেশ কয়েকঘন্টা যোগব্যায়াম করেন তিনি।
13/13
ভারতের এই মহিলা বডিবিল্ডারের নাম যশমিন চৌহান মনক। বয়স ৩৭।