এমনিতে, আইপিএল-এ বিভিন্ন অভিনবত্ব ও নতুন নতুন জিনিসের আমদানি হয়। তেমনই এক বেনজির কাণ্ড ঘটালেন অক্সেনফোর্ড
2/7
3/7
বর্তমানে ক্রিকেট ব্যাটের ধরন যে হারে বদল হয়েছে, তাতে তা আরও শক্তিশালী বড় হয়েছে। ফলে, তার হিটিং পাওয়ার বা বল মারার শক্তি অনেকটাই বেড়েছে। তাতে আম্পায়ারদের আঘাত পাওয়ার সম্ভাবনাও বেড়েছে।
4/7
এই অস্ট্রেলীয় আম্পায়ার একেবারে হাতে ফাইবার গ্লাসের ঢাল নিয়ে মাঠে নামলেন।
5/7
আদতে, এটি একটি পরীক্ষার অঙ্গ। যেখানে অযাচিতভাবে আঘাত পাওয়ার হাত থেকে আম্পায়াররা যাতে নিজেদের রক্ষা করতে পারেন, তা পরখ করা।
6/7
7/7
এর আগে আরেক অজি আম্পায়ার জেরার্ড অ্যাবোডকে মাঠে হেলমেট পরে দেখা গিয়েছিল। পরবর্তীকালে, বহু আম্পায়ার হেলমেট পরে দায়িত্ব পালন করেন।