সমালোচনার মুখে পড়ে সহবাগ পরে অন্য একটি ট্যুইটে লিখেছেন, এ দেশের প্রত্যের জীবন গুরুত্বপূর্ণ। যতটা মনে করা হয়, তার চেয়েও অনেক বেশি মানুষের জীবনের মূল্য।
2/8
হরিওম নামে এক ইউজারের ট্যুইট, চোখে পড়ে না, না সত্য দেখার অভ্যেসটাই নয়। সারা দেশ জানে, অক্সিজেনের অভাবেই শিশুদের মৃত্যু হয়েছে।
3/8
এক ইউজারের কটাক্ষ, শিশুরা তো মশকবাহিত রোগে মারা গিয়েছে। যোগী সরকারের কোনও গাফিলতি নেই। এ ধরনের ট্যুইটের জন্য লজ্জিত হওয়া উচিত।
4/8
আসলে এই ট্যুইটে অক্সিজেনের অভাবের বিষয়টি উল্লেখই করেননি বীরু। এই ট্যুইটের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেন বীরু।
5/8
দ্বিতীয় ট্যুইটে নিজের বক্তব্য সম্পূর্ণ করে সহবাগ লিখেছেন, ১৯৭৮-এ এই রোগের কথা প্রথম জানা যায়। ওই বছরেই তাঁর জন্ম হয়েছিল। এই রোগ থেকে শিশুদের রক্ষার ব্যবস্থা এখনও করা যায়নি। শিশুমৃত্যুর ঘটনাকে হৃদয়বিদাকর বলে অভিহিত করেছেন তিনি।
6/8
এই ঘটনায় সহবাগের ট্যুইট, গোরক্ষপুরে দুধের শিশুদের মৃত্যু শোকাহত।এখনও পর্যন্ত এনসেফেলাইটিস নামক রোগের শিকার হয়ে প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি শিশু।
7/8
গোরক্ষপুর হাসপাতালে গত ছয় দিনে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে।
8/8
বিভিন্ন ইস্যুতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজস্ব মতামত জানান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। এবার গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা সম্পর্কে ট্যুইট ঘিরে সমালোচনার মুখে পড়লেন সহবাগ। তাঁর ট্যুইট নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছে।