নয়াদিল্লির বাসিন্দা উজমার সঙ্গে তাহিরের পরিচয় হয় মালয়েশিয়ায়। এরপর পাকিস্তানে যান উজমা। সেখানে এ মাসের ৩ তারিখ বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করেন তাহির
2/8
এ মাসের ১২ তারিখ ইসলামাবাদ হাইকোর্টে তাহিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উজমা। আদালত তাঁকে দেশে ফেরার অনুমতি দেয়
3/8
উজমাকে দেশে ফিরতে সাহায্য করার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন
4/8
এর আগেও উজমার বিয়ে হয়। একটি মেয়েও আছে। সেই মেয়েটি থ্যালাসেমিয়ায় ভুগছে। দেশে ফিরে তার সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েন উজমা
5/8
বিদেশমন্ত্রী উজমাকে স্বাগত জানান। পাশে থাকার জন্য তাঁকে ধন্যবাদ জানান উজমা
6/8
তাহির আলি নামে এক পাকিস্তানি যুবক তাঁকে বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করেছে বলে অভিযোগ করেন উজমা। ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে ভারতে ফেরার অনুমতি দেয়
7/8
উজমা আহমেদ পাকিস্তান থেকে দেশে ফিরে আসায় সরকারকে ধন্যবাদ জানালেন তাঁর পরিবারের লোকেরা। তাঁরা বলেছেন, ও যে এত তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে, সেটা আশা করিনি। এমনকী ওকে ফেরানোর জন্য আমাদের কিছু করতেই হয়নি। সরকারই ওকে দেশে ফিরিয়েছে
8/8
বৃহস্পতিবার সকালে ওয়াগা সীমান্ত পেরিয়ে ভারতে ফেরেন উজমা