আমির জানিয়েছেন, কুস্তি শুধু শক্তির খেলা নয়। শক্তির সঙ্গে একইভাবে ব্যবহার করতে হয় মনকে। একজন ভাল কুস্তিগীরকে অসম্ভব বুদ্ধিমান হতে হয়।