তিনি এমন কাউকে চান, যাঁর সঙ্গে ২৪ ঘণ্টা ফোনে কথা বলতে পারবেন, কারণ যে কোনও সময় সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়তে পারে তাঁর। তিনি চান, তাঁর ফোন কল ও মেসেজের যেন তখনই জবাব মেলে।
3/10
সোফিয়া এমন কাউকে খুঁজছেন, যিনি পরামর্শ দেবেন, কার সঙ্গে ডেটে যাবেন তিনি, টাকাই বা খাটাবেন কোথায়।
4/10
তাঁর মাও বেশ কয়েকবার মজা করেছেন তাঁকে নিয়ে। আর এখন তো প্রতি সপ্তাহে কিছু না কিছু ভুল সিদ্ধান্তের জেরে তাঁর কোনও না লোকসান হয়েছে। আর এখন তিনি পুরোপুরি হতাশ, সামনে আর কোনও পথ নেই।
5/10
গোটা বছর তাঁর সঙ্গে কী কী ঘটেছে তাও বিজ্ঞাপনে বিশদে লিখেছেন সোফিয়া। ভুল সিদ্ধান্তের জেরে টাকা খোওয়ানো, বন্ধুকে টাকা ধার দেওয়া, বাড়ির সমস্যা ইত্যাদি।
6/10
তিনি জানেন না, সত্যিই এমন লোক পাওয়া যায় কিনা যিনি অন্যের হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তেমন লোক খোঁজার জন্য এছাড়া আর উপায় কী।
7/10
লিখেছেন, শুনে আপনাদের হয়তো মজা লাগবে কিন্তু আমি সত্যিই এমন একজনকে খুঁজছি, যিনি সঠিক সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করবেন। এই বছরটা ভীষণ খারাপ যাচ্ছে তাঁর।
8/10
সোফিয়া থাকেন ব্রিস্টলে। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বলেছেন, ওঁর এমন কাউকে চাই, যিনি খারাপ সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়ে সময় ভাল করায় তাঁকে সাহায্য করবেন।
9/10
ইনি হলেন সোফিয়া (নাম পরিবর্তিত)। এঁর সমস্যা হল, নিজের কোনও সিদ্ধান্ত ইনি নিজে নিতে পারেন না।
10/10
কি, চাকরি খুঁজছেন? খুঁজে খুঁজে হয়রান, কিচ্ছু সুবিধে হচ্ছে না? আপনাকে এখন এমন এক মহিলার কথা শোনাতে চলেছি, যিনি কর্মী খুঁজছেন। কাজ বলতে বিশেষ কিছু নয়, শুধু তাঁর হয়ে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। মাইনে ভালই, মাসে এক লাখ পঁচাশি হাজার টাকা।