অবসাদ কমাতে ধূমপান, মদ্যপানে আসক্তি চলে আসে। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
2/5
অত্যধিক চাপে কাজ করলে আসতে পারে অকাল মৃত্যু। এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে একটি জনপ্রিয় জার্নালে। সোখানে বলা হয়েছে, অত্যধিক কাজের চাপে রয়েছে জীবনহানির আশঙ্কাও।
3/5
অত্যধিক কাজের চাপে বাড়তে পারে রাগ। খিদেও বাড়ে। কমে যায় ঘুম।
4/5
বর্তমান পৃথিবীতে জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জীবিকা। শরীরের তোয়াক্কা না করে অক্লান্ত পরিশ্রমে শুধু যে মানসিক অবসাদ আসে, তা-ই নয়, হতে পারে ব্রেন স্ট্রেক কিম্বা হার্ট অ্যাটাকের মতো অসুখ। যা কিনা অকাল মৃত্যুরও কারণ হতে পারে।
5/5
অত্যধিক কাজের চাপে আসতে পারে অকাল বার্ধক্য। ত্বকে বলিরেখা পড়ে যায়, ত্বক খারাপ হয়ে যায়, চুল উঠে যায়। অনিয়মিত খাওয়া দাওয়ায় বেড়ে যায় ওজন।