২০২১ বর্ষপূরণ । The 2021 Year Round-Up । বিষয় বিনোদন
Episode Description
আমাদের জীবনে প্রতিটি বছর যেন এক একটি অধ্যায়ের মতো, আমাদের সকলের জীবনে যা বয়ে নিয়ে আসে কিছু সুখ, দুঃখ, ভালো-খারাপ স্মৃতি। তারপর সময়ের নিয়মে সেই বছরটিকে আমরা বিদায় জানিয়ে এগিয়ে যাই পরের বছরের দিকে, শুধু স্মৃতি হয়ে মনে থেকে যায় কিছু বিশেষ ঘটনা, কিছু বিশেষ খবর আর তেমনই বিশেষ খবরাখবরের সম্ভার নিয়ে আজ, ২০২২-এর দোরগোড়ায় আর ২০২১-এর একদম শেষ পর্যায়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে, আরও একবার ফিরে দেখতে ফেলে আসা ২০২১ কে। ২০২১ বর্ষপূরণের আজকের পর্বে আপনাদের আমি নিয়ে যাবো ২০২১-এ ঘটে যাওয়া বিনোদন জগতের কিছু উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত যাত্রায়, বিনোদনের পরিপ্রেক্ষিতে আরও একবার শেষবারের মতো ফিরে দেখা যাক ২০২১ সালটিকে।
২০২১ বর্ষপূরণ একটি এবিপি লাইভ পডকাস্টের অনুষ্ঠান যেখানে ২০২১ সালের বিনোদন, রাজনীতি, ক্রীড়া, জাতীয় ও আন্তর্জাতিক নানান সংবাদের সম্ভার, যা আপনাদের নিয়ে যাবে ২০২১ ফিরে দেখার এক অনবদ্য যাত্রায়।
The 2021 Year Round-Up is a show by ABP Live podcast on entertainment, politics, sports, national and international news stories of the year 2021 which will take you on an amazing journey to see back 2021.






















