West Bengal News : 'বাংলার বকেয়া দিতেই হবে', তৃণমূলের দিল্লি ধর্নার আগে হুঙ্কার অভিষেকের
পর্ব সম্পর্কিত
ট্রেন না দিয়ে, ইডির নোটিস ধরিয়ে আমাদের রোখা যাবে না। বাংলার বকেয়া দিতেই হবে। তৃণমূলের দিল্লি ধর্নার আগে হুঙ্কার অভিষেকের।
বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। মেলেনি ট্রেন। বাসেই দিল্লি রওনা। সোমবার থেকে ২দিনের ধর্নায় ৩-৪ হাজার মানুষের জমায়েতের টার্গেট।
মঙ্গলবার ইডির তলবের দিন দিল্লির ধর্নায় যোগ দেবেন অভিষেক।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার আইও মিথিলেশ মিশ্রকে সরানোর নির্দেশ হাইকোর্টের। শুধু একজনকে সামনে রেখে ইডির গরিমা ক্ষুণ্ণ হয় না। সুপ্রিম কোর্টেরও প্রশংসা পেয়েছে ইডি। সরব শুভেন্দু।
বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু। আবাসের টাকা না পাওয়ায় পাকা বাড়ি করা যায়নি। অভিযোগ পরিবারের। সরকারের চুরির ফল। দাবি সৌমত্রর। কেন্দ্রই টাকা আটকে রেখেছে। পাল্টা তৃণমূল।
আজ রাজভবনে ধূপগুড়ির জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। থাকবেন না অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রী। থাকবেন শুধু উপ মুখ্য সচেতক।