ডেইলি শিরোনাম (6 October) : আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ বাবুঘাট থেকে বাগবাজার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ : Daily Shironam
Episode Description
Good Afternoon. শুনে নিন আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবিপি লাইভ ডেইলি শিরোনামে।
আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ বাবুঘাট থেকে বাগবাজার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। মহালয়ার সকালে টালা প্রত্যয়ের চক্ষুদান সম্পন্ন হল। ৯৬ বছরে পা দিল এই পুজো। এবারে টালা প্রত্যয়ের বিষয় ভাবনা, নির্বাধ।
রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চার পাতার চিঠি মুখ্যমন্ত্রীর। কেন্দ্রকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ। ডিভিসির বিরুদ্ধে তোপ।
প্রিয়ঙ্কার পর রাহুল গাঁধী। কংগ্রেসের প্রতিনিধি দলকে লখিমপুর যাওয়ার অনুমতি দিল না যোগী সরকার। ২ মুখ্যমন্ত্রীকে নিয়ে আজই লখিমপুরে রাহুল।






















