ডেইলি শিরোনাম : দেশে করোনায় একলাফে ৩৮ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু : ABP Live Podcast 10 December
Episode Description
দেশে করোনায় একলাফে ৩৮ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৬৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর, এবার কোভিশিল্ড, কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল ৯৬টি দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের তালিকায় ৮টি ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ভারতে তৈরি কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। এর পাশাপাশি, যে ৯৬টি দেশ কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে তার মধ্যে আমেরিকা, ব্রিটেন ছাড়াও রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া, সুইত্জারল্যান্ড-সহ আরও কয়েকটি দেশ।
বিয়ে করলেন মালালা ইউসুফজাই। পাত্র অসর মালিক পাক ক্রিকেট বোর্ডের কর্তা।বার্মিংহামে বসেছিল নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালার বিয়ের আসর। ট্যুইটারে বিয়ের ছবি শেয়ারও করেন মালালা
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে দূষণ রুখতে ছট পুজোর আগে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে দুই সরোবরের চারদিক। অশান্তি এড়াতে একজন ডিসি ও ৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে মোতায়েন করা হবে ৫০০ পুলিশ কর্মীকে। আগেই KMDA-র তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর।
দিল্লিতে যমুনা নদীর দূষিত ফেনার মধ্যে দাঁড়িয়ে ছট পুজো। এই ছবি প্রকাশ্যে আসতেই তত্পর হল দিল্লি প্রশাসন। নৌকা নামিয়ে চলল যমুনা পরিষ্কারের কাজ। দিল্লি সরকারের তরফে ১৫টি নৌকা নামিয়ে দূষিত ফেনা তুলে ফেলার কাজ শুরু হয়েছে।






















