ডেলি শিরোনাম ( ১২.০৭.২২) বাংলায় দ্রৌপদী মুর্মু, কাটছে না করোনা-উদ্বেগ, আরও খবর
Episode Description
রাষ্ট্রপতি ভোটের প্রচারে বাংলায় দ্রৌপদী মুর্মু। সকালেই গেলেন সিমলা স্ট্রিটে। শ্রদ্ধা নিবেদন স্বামী বিবেকানন্দকে। বৈঠক বিজেপির সাংসদ-বিধায়কদের সঙ্গে।
প্রচার শেষ করে রাজ্য ছাড়লেন দ্রৌপদী মুর্মু । রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে বাংলায় এসেছিলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু । বৈঠক করলেন বিজেপির সাংসদ-বিধায়কদের সঙ্গে । অসুস্থতার জন্য বৈঠকে ছিলেন না বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি। আমন্ত্রণ জানানো হয়নি ভাটপাড়ার বিধায়ক অর্জুন-পুত্র পবন সিংহকে।
দেশে সংক্রমণ কমলেও ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেস, কাটছে না করোনা-উদ্বেগ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৬৭৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪৭৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৫২ হাজার ৯৪৪।






















