ডেলি শিরোনাম ( ১৩.০৭.২২) গণবিক্ষোভে অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, গুরুপূর্ণিমায় বেলুড় মঠে ভক্তদের ঢল : ABP Live Podcast
Episode Description
- আজ গুরুপূর্ণিমার পুণ্যতিথিতে বেলুড় মঠে ভক্তদের ঢল। দীক্ষাগুরুকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য প্রতীক্ষা ভক্তদের। আয়োজন করা হল বিশেষ ভোগের।
-দার্জিলিংয়ে ফের জনসংযোগে মুখ্যমন্ত্রী। ঘুরে বেড়িয়ে কথা পর্যটকদের সঙ্গে। বাচ্চাদের সঙ্গে আলাপচারিতা, কোলে তুলে আদর, বিলোলেন চকোলেট। গুরু পূর্ণিমায় শ্রদ্ধা জানিয়ে বললেন, ' আমি গুরু পূর্ণিমার এই শুভ দিনে গুরুজন এবং আগামী প্রজন্ম অর্থাৎ শিশুদের উৎসর্গ করছি। '
-গণবিক্ষোভে অগ্নিগর্ভ শ্রীলঙ্কা। জরুরি অবস্থা জারি রনিল বিক্রমসিঙ্ঘের। জরুরি অবস্থা জারির পরেই কার্যনির্বাহী রাষ্ট্রপতি রনিল। মাঝরাতে মলদ্বীপ পালালেন গোতাবায়া। রনিল বিক্রমসিঙ্ঘের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ।






















