Daily Shironam ( 15.08.22 ) স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর
Episode Description
১। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর।
২। মোদির আমলেই সবথেকে বেশি ব্যাঙ্কের টাকা লুঠ, পাল্টা আক্রমণ অধীরের। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, খোঁচা তৃণমূলের।
৩। ‘হর ঘর তেরঙ্গা’র ডাক মোদির। নাম না করে আক্রমণে মমতা। (জোর করে পতাকা তোলার কথা বলার তুই কে? শমীক- দলকে চাঙ্গা করার জন্য বলছেন।)
৪। কী করেছে কেষ্ট? এক কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট জন্মাবে। সরাসরি অনুব্রতর পাশে মমতা।
৫। ‘জানতাম দিদি পাশে থাকবেন, মমতা-মন্তব্যে প্রতিক্রিয়া অনুব্রতর, দাবি আইনজীবীর। তীব্র কটাক্ষ বিরোধীদের।
৬। এবার অনুব্রতর মেয়ের নামে কোম্পানির হদিশ। ছিল ১ কোটি টাকার শেয়ার ক্যাপিটাল। রয়েছে আরও ১০টি সম্পত্তি, দাবি সিবিআই সূত্রের।






















