ডেইলি শিরোনাম ( ১৬০৬২২) সেনার অগ্নিপথ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ বিহার : ABP Live Podcast
Episode Description
হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম।
১. সেনার অগ্নিপথ প্রকল্প ঘিরে অগ্নিগর্ভ বিহার। ৪ বছর পর ভবিষ্যৎ কী? প্রশ্ন তুলে বিহার জুড়ে বিক্ষোভ। অবরোধ, ট্রেনে আগুন, পাথর বৃষ্টি। বিক্ষোভ ছড়াল হরিয়ানাতেও।
২. দেশের বেকার যুবকদের অগ্নিপথে হাঁটিয়ে ধৈর্যের অগ্নিপরীক্ষা নেবেন না। প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের। প্রকল্পের পুরো তথ্য প্রকাশ্যে আনার দাবি বিজেপিতেই। রাজনাথকে চিঠি বরুণ গাঁধীর।
৩. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদে তল্লাশি সিবিআইয়ের। অ্যাডমিনকে জিজ্ঞাসাবাদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চে পর্ষদ।
৪. ২৬৯ নয়, বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। আবেদনকারী ২ হাজার ৭৮৭ জনের মধ্যে শুধুমাত্র প্রশিক্ষিতদেরই বাড়তি নম্বর, হাইকোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
৫। ৩ দিনে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে কাল ফের তলব ইডি-র। প্রতিবাদে আজ দেশের সব রাজভবন অভিযান কংগ্রেসের।
৬। রাহুলকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করায় অত্যাচার করছে দিল্লি পুলিশ। অধীরের নেতৃত্বে লোকসভার স্পিকারের কাছে নালিশ। দুর্নীতি করায় ভয় পাচ্ছে কংগ্রেস, পাল্টা বিজেপি।
৭। কয়লা পাচার তদন্তে এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে সওকত-ঘনিষ্ঠ। নিজাম প্যালেসে হাজির যুব তৃণমূল নেতা সাদেক লস্কর। শুরু জিজ্ঞাসাবাদ।
৮। সাসপেনশন উঠল শুভেন্দু সহ বিজেপির ৭ বিধায়কের। হাইকোর্টের নির্দেশে মোশন জমা দেওয়ায় বিধানসভার বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত।
৯। সরগরম রাজধানী। ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া নিয়ে এবার দিল্লিতে সরব তৃণমূল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে আজ বৈঠক সুদীপ-সুখেন্দুশেখরদের।
১০। বাগুইআটিতে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণ। অফিসের প্রোগ্রামে হোটেলে মাদকাসক্ত অবস্থায় গণধর্ষণের অভিযোগ। এক মহিলা সহ গ্রেফতার ৩।
৮এ। রাজস্থান থেকে বেড়াতে আসা যুগলের রহস্যমৃত্যু। খিদিরপুরের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যা বলে অনুমান। কারণ অনুসন্ধানে পুলিশ।
যুগলের রহস্যমৃত্যু
৯। চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। একলাফে ৩৮ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ১২ হাজার পার। উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি-মুম্বই।
ফের ১২ হাজার পার!
৯এ। আষাঢ়ের প্রথমদিনেই দক্ষিণবঙ্গে পা রাখতে পারে বর্ষা। আশার বার্তা আবহাওয়া দফতরের। উত্তরে প্রবল বৃষ্টিতে বাড়ছে নদীর জল। প্লাবনের আশঙ্কা।






















