ডেইলি শিরোনাম ( 22 February ) : আনিস-মৃত্যুতে আমতা থানার ২ পুলিশকর্মী সাসপেন্ড, আরও খবর : ABP Live Podcast
Episode Description
আনিস-মৃত্যুতে সিটের তদন্তের শুরুতেই আমতা থানার ২ পুলিশকর্মী সাসপেন্ড। বসানো হল এক হোমগার্ডকে। কর্তব্যে গাফিলতি ও মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। কী ঘটেছিল আনিসের মৃত্যুর রাতে? আমতা থানার ওসি, সেকেন্ড অফিসারকে ভবানী ভবনে তলব সিট প্রধানের। খতিয়ে দেখা হল থানার রস্টার। ৩ দিন পরেও অধরা আনিসের আততায়ীরা। সিবিআইয়ের দাবিতে অনড় পরিবার।
হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের।
আনিস-মৃত্যুতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযান আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। যাদবপুরে এসএফআইয়ের ছাত্র ধর্মঘটে ধুন্ধুমার। মঞ্চে শুভেন্দু, উস্কানি চাকদার বিজেপি বিধায়কের। কটাক্ষ তৃণমূলের।






















