ডেইলি শিরোনাম (9 December) : ওয়েলিংটনের ম্যাড্রাস রেজিমেন্টাল সেন্টারে জেনারেল রাওয়াত সহ নিহত ১৩ জনকে শেষশ্রদ্ধা : ABP Live Podcast
Episode Description
Hello বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম
গাছে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ার আগেই কপ্টারে আগুন। বিস্ফোরণের পর আগুন পৌঁছয় দোতলা বাড়ির সমান উচ্চতায়। দাবি প্রত্যক্ষদর্শীদের। তদন্তে বায়ুসেনা। ওয়েলিংটনের ম্যাড্রাস রেজিমেন্টাল সেন্টারে জেনারেল রাওয়াত সহ নিহত ১৩ জনকে শেষশ্রদ্ধা। সন্ধেয় মরদেহ আনা হবে দিল্লিতে। শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। কাল শেষকৃত্য।
পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পানাগড় এলাকায় সায়ন্তিকার গাড়িতে ধাক্কা লরির। হাতে গুরুতর আঘাত নেত্রীর, গাড়ির ব্যাপক ক্ষতি।
এজলাসে গ্যাং ওয়ারের পর এবার দিল্লির রোহিণী আদালতে কোর্টরুমে বিস্ফোরণ। জখম ১। পরিত্যক্ত ব্যাগে রাখা বোমা বা আইইডি থেকে বিস্ফোরণ বলে অনুমান।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের বেনাচিতি বাজারে তৃণমূলের মিছিলে উত্তেজনা।জেলা সভাপতি ও বিধায়কদের সামনেই হাতাহাতি। যদিও তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, মিছিলে বহিরাগতরা ঢুকে পড়ায় অশান্তির সৃষ্টি হয়।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় নতুন করে আরও দুটি এফআইআর দায়ের করল সিবিআই। ৫ মে রায়নায় কার্তিক রুইদাস নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর মামলায়ে খুনের অভিযোগে এফআইআর। অন্যদিকে বারাসাতে ২৫ জুন মহম্মদ আলি নামে এক ব্যক্তির মারধরের কারণে মৃত্যুর অভিযোগেও খুনের মামলা রুজু।






















