Daily Shiroinam: হাই সিকিওরিটি জোনে হত্যাকাণ্ডে আতঙ্কে কাঁপছে ভবানীপুর
Episode Description
একদিন পার, ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা আততায়ী। দুপুরের দিকে খুন বলে অনুমান। ৩জনকে জিজ্ঞাসাবাদ। কেন কম দামে ভবানীপুরের বাড়ি, মেহতা বিল্ডিংয়ের দোকান বিক্রি করতে চেয়েছিলেন অশোক শাহ? কে দিয়েছিল অগ্রিম? সূত্রের খোঁজে পুলিশ। কেন খুন, এখনও রহস্য। ২ বছর ধরে নিহতের বাড়ির সামনের ৩টি ক্যামেরা বিকল! জানত আততায়ী? গুলি করে খুন, তাও জানতে পারল না কেউ! মমতা-অভিষেকের বাড়ির কাছেই জোড়া খুন! হাই সিকিওরিটি জোনে হত্যাকাণ্ডে আতঙ্কে কাঁপছে ভবানীপুর। আনিস-খুনে সিবিআই চেয়ে মামলা। শুনানি শেষ। রায়দান স্থগিত। পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে? প্রশ্ন বিচারপতির। বগটুইকাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলায় ২ সপ্তাহের মধ্যে চার্জশিট পেশ।হাইকোর্টে জানাল সিবিআই। তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় রিপোর্ট পেশ। ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই নজরে আরও অনুব্রত-ঘনিষ্ঠ। এবার সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দুর্গাপুরের ক্যাম্পে জিজ্ঞাসাবাদ।






















