Daily Shironaam : খুন বিজেপির বুথ সভাপতি, উত্তপ্ত ময়না, কাল ১২ ঘণ্টা বনধের ডাক
Episode Description
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
খুন বিজেপির বুথ সভাপতি, উত্তপ্ত ময়না। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ-অবরোধ। কাল ১২ ঘণ্টা ময়না বনধের ডাক। খুনের অভিযোগ অস্বীকার শাসক দলের।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা সরালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
পঞ্চায়েত ভোটের আগে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে টানা ৩২ ঘণ্টা ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। মেয়ো রোডে কাল সকাল ১০টায় শুরু, শেষ বৃহস্পতিবার সন্ধে ৬টায়।
ভোট পরবর্তী হিংসায় একের পর বিজেপি নেতা-কর্মী খুন। গঙ্গায় তর্পণ করে প্রতিবাদ সুকান্ত-দিলীপ-শুভেন্দুর। ব্যর্থতা ঢাকতে মৃতদেহের রাজনীতি, খোঁচা কুণালের।
ডিএ মিছিলে আপত্তি রাজ্যের। জনবহুল এলাকায় মিছিলে মানুষের অসুবিধের যুক্তি। বৃহস্পতিবার ডিএ-মিছিলে অনুমতি হাইকোর্টের। শান্তিপূর্ণ মিছিল বন্ধ করতে পারে না সরকার, কড়া পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। খারিজ রাজ্যের সওয়াল।
তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে নিশানা শুভেন্দুর। বাংলার ইতিহাসে অভিশপ্ত ও কালো দিন। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে আক্রমণ।
পঞ্চায়েত ভোটের আগে উত্তর দিনাজপুরে তৃণমূলের করিম-অস্বস্তি। অভিষেকের ডাকা সাংগঠনিক বৈঠকেও গরহাজির ইসলামপুরের তৃণমূল বিধায়ক। আমন্ত্রণ পেয়েও গেলেন না তাঁবুতে।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মুর্শিদাবাদের সালার। প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি। মুড়িমুড়কির মতো পড়ল বোমা। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি।
ফের বিরাট বনাম গম্ভীর। RCB ও লখনউ ম্যাচের শেষে বাগযুদ্ধে জড়ালেন দুই শিবিরের ২ তারকা। তেড়ে গেলেন পরস্পরের দিকে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনেরই কাটা গেল ১০০ শতাংশ ম্যাচ ফি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার হ্যান্ডল এবং এবিপি আনন্দের পর্দায়।






















