Daily Shironaam: অভিষেক মামলার শুনানি কাল, আজ যাবেন না, ED-কে জানিয়েছিলেন? প্রশ্ন বিচারপতির
পর্ব সম্পর্কিত
অভিষেক মামলার শুনানি কাল। আজ যাবেন না, ইডি-কে জানিয়েছিলেন? প্রশ্ন বিচারপতির। আজ জানানো হয়েছে, বললেন অভিষেকের আইনজীবী। কেন আগে নয়? প্রশ্ন আদালতের।
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু়। ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রৌঢ়ের বি পি পোদ্দার হাসপাতালে মৃত্যু ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। শুক্রবার অসুস্থ ওই প্রৌঢ়কে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এই নিয়ে বেসরকারি মতে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫২।
বাংলায় বেলাগাম দুর্নীতি, ব্যবস্থা না নিলে মিলবে না টাকা, হুঙ্কার অনুরাগের। ১০০ দিনের প্রকল্পে প্রথম পুরস্কার দিয়েছিলেন এই বাংলাকেই, পাল্টা কুণাল।
উত্তরবঙ্গের পর এবার দিল্লি-এনসিআরে ভূমিকম্প। দুপুর ২.২৫ থেকে পরপর ২বার কেঁপে উঠল দিল্লি-এনসিআর। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ডে ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল নেপাল, ১ ঘণ্টার মধ্যে ৩বার কম্পন।
ধর্মতলায় মিছিল করে গিয়ে রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে এর আগে মিছিল শুরু করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হাতে কাশফুল নিয়ে ঢাক বাজিয়ে অভিনব প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা।
রাজঘাটে ধর্না ঘিরে ধুন্ধুমারের পর ষন্তরমন্তরে তৃণমূলের অবস্থান। নিরাপত্তায় পুলিশ- র্যাফ, উড়ছে ড্রোন। সন্ধেয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূলের।
মধ্য কলকাতায় লেনিন সরণিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোমে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা।
সন্ধেয় অমিত শাহের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। তৃণমূলের প্রতিনিধিদল কৃষি। ভবনে যাওয়ার আগেই বিকেলে সাধ্বী নিরঞ্জনের কাছে যাচ্ছেন বিরোধী দলনেতা, দেবেন স্মারকলিপি।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২ বছর ধরে জমা পড়ছে পুরুষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পাসবুক আপডেট করাতে গিয়ে মিলেছে প্রমাণ। টাকা ফেরত দিতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ মাথাভাঙার কৃষক।