Daily Shironaam: সন্দেশখালির পর বনগাঁতেও আক্রান্ত ইডি | শেখ শাহজাহানের নামে লুকআউট সার্কুলার জারি
পর্ব সম্পর্কিত
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
সন্দেশখালির পর বনগাঁতেও আক্রান্ত ইডি। শঙ্কর আঢ্যর গ্রেফতারির সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে হামলা, ভাঙচুর। কার মদতে? উঠছে প্রশ্ন। হাওড়া, রায়গঞ্জ, বাঁকুড়ায় বিক্ষোভ বিজেপির।
উধাও শেখ শাহজাহান। লুকআউট সার্কুলার জারি ইডি-র। পরিবারের সদস্যদের নামেও সার্কুলার। বিদেশে পালানো আটকাতে দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার।
সন্দেশখালিকাণ্ডে ইডির বিরুদ্ধেই চুরি, শ্লীলতাহানি, অবৈধ প্রবেশের অভিযোগে জামিনঅযোগ্য ধারায় মামলা পুলিশের! তৃণমূল নেতার বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে মামলা।
সন্দেশখালিকাণ্ডে এখনও গ্রেফতারির সংখ্যা শূন্য। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। হামলা নিয়ে রাজ্য পুলিশের ডিজি ও এসপি-কে অভিযোগ ইডির।
শঙ্কর আঢ্যর ১৪ দিনের ইডি হেফাজত। হাজার কোটি নয় রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি। তার মধ্যে ২ হাজার কোটি গেছে দুবাইয়ে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ।
শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার আড়ালে কালো টাকা সাদা! হাওয়ালার মাধ্যমে লেনদেন। ঘুরে পথে কেনা হয়েছে সোনা। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি।
রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। রানি রাসমণি রোড ও মেট্রো চ্যানেলে অস্থায়ী শিবিরে থাকবেন উত্তরবঙ্গ থেকে আসা কর্মী-সমর্থকরা।
ইতিহাস ইসরোর। নাসার পর সূর্যকে নজরে রাখতে হ্যালো কক্ষপথে সফলভাবে পৌঁছল আদিত্য। সৌরযানের সফল অভিযানের পর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর।
কাল বাম-যুবদের ব্রিগেড। প্রস্তুতি তুঙ্গে। ভিড় জমাচ্ছেন সদস্য সমর্থকরা। লোকসভা ভোটের আগে তরুণ রক্তে মিলবে সমর্থনের ইনসাফ?
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, X ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।