Daily Shironaam: শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধন করে দলের কোপে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, পদ থেকে ইস্তফার নির্দেশ তৃণমূল নেতৃত্বের
পর্ব সম্পর্কিত
রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। আজই মেয়াদ শেষ মনোজ মালব্যর। ৩ বছরের জন্য নিয়োগ করা হল রাজ্য পুলিশের উপদেষ্টা হিসেবে।
শিশির অধিকারীকে প্রণাম করে গুরুদেব সম্বোধন করে দলের কোপে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। পদ থেকে ইস্তফার নির্দেশ তৃণমূল নেতৃত্বের।
তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ফের ফাঁসানোর অভিযোগ, ভিকি যাদব খুনে ধৃত পাপ্পু সিংহর। আজও আদালত চত্বরে বিক্ষোভ অর্জুন অনুগামীদের।
পদ হারিয়ে হিমালয়ে! মন্তব্য অনুপম হাজরার। কিছু শর্ত মানলে আবার সব আগের মতো হয়ে যাবে। অপসারণের ৩ ঘণ্টার মধ্যে বার্তা এসেছে বলে দাবি বিজেপি নেতার।
অনুপমের অপসারণ ঘিরে তুঙ্গে তরজা। সত্য বলে কোপে পড়লেন, খোঁচা শতাব্দীর। বিজেপিতে ধাক্কা খেলে তৃণমূলের দরজা খোলা, কটাক্ষ সুজনের। নেতৃত্বের যা ঠিক মনে হয়েছে করেছে, মন্তব্য দিলীপের।
তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্নায় দলেরই ১০ কাউন্সিলর। মেদিনীপুর পুরসভায় শাসক-দ্বন্দ্ব। চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। অস্বীকার চেয়ারম্যানের।
চোর, তোলাবাজ, জমি মাফিয়া। তৃণমূল বিধায়ক কল্য়াণ ঘোষের বিরুদ্ধে ডোমজুড়ে পোস্টার। সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জের। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাসক বিধায়কের।
ব্রিগেডের পর এবার দিঘা। জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ১০ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন। সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগকে সমর্থন তৃণমূলের। জানালেন অখিল গিরি।
'ভারত জোড়ো যাত্রা'র পর এবার 'ভারত ন্যায় যাত্রা'য় রাহুল গাঁধী। ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত কর্মসূচি। মণিপুর থেকে বাংলা হয়ে ১৪ রাজ্যে ৬ হাজার ২০০ কিমি যাত্রা করবেন রাহুল।
কলকাতায় আরও ৩ করোনা আক্রান্তের হদিশ। ৩ জনই ভর্তি হাসপাতালে। আতঙ্কে নয়, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।
৮ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা। শাহি স্নান ১৫, ১৬ জানুয়ারি। আসতে পারেন ৪০ লক্ষ পুণ্যার্থী। মুড়িগঙ্গায় নতুন চর এড়িয়ে যাওয়ার জন্য চ্যানেল, জানালেন মুখ্যমন্ত্রী।
রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর। বিশেষ স্ট্যাম্প ও কয়েনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উপস্থিত বেলুড় মঠ ও মিশনের সাধারণ সম্পাদক।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, X ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।