ডেইলি শিরোনাম ( 06.01.2022 ) : দেশে করোনায় সংক্রমণ বাড়ল ৫৭ শতাংশ! একদিনে আক্রান্ত ৯১ হাজার : ABP Live Podcast
Episode Description
হ্যালো বন্ধুরা । আপনারা শুনছেন, এবিপি লাইভ ডেইলি শিরোনাম।
দেশে করোনায় সংক্রমণ বাড়ল ৫৭ শতাংশ! একদিনে আক্রান্ত ৯১ হাজার। ওমিক্রন আক্রান্ত ৫০০ ছুঁইছুঁই। অমৃতসরে ইতালি ফেরত বিমানের অধিকাংশই পজিটিভ।
ওমিক্রনকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক। হাসপাতালে উপচে পড়বে রোগী। সাবধান। ট্যুইটে সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল প্রধানের।
ন্যাশনাল মেডিক্যালে করোনা আক্রান্ত আরও ১০০। কলকাতা মেডিক্যালে আক্রান্ত বেড়ে ২৬৫। কল্যাণী জেএনএম হাসপাতালেও সংক্রমণ।
প্রচারই সার। শর্ট স্ট্রিটে কনটেনমেন্ট জোনে মাস্কহীন মুখের সারি। শোভাবাজার কাপড়ের হাটে উধাও দূরত্ব বিধি। গড়িয়া, বাঁকুড়া, বাসন্তীতে বিধি মানতে কড়াকড়ি পুলিশের।
সংক্রমণ এবার স্বাস্থ্যমন্ত্রকেও। আক্রান্ত স্বাস্থ্য-পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। উত্তরাখণ্ডে প্রিয়ঙ্কার সভা স্থগিত।
আরও খবরের জন্য নজর রাখুন এবিপি আনন্দে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। ফলো করুন আমাদের ট্যুইটার ও ফেসবুকে।






















