Daily Shironam । ডেইলি শিরোনাম । ১০ মে । গলায় ফাঁস লেগে ঝোলার কারণে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার, ময়নাতদন্ত রিপোর্ট পেশ কম্যান্ড হাসপাতালের
Episode Description
এই মুহূর্তে শুনে নিন আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর।
- গলায় ফাঁস লেগে ঝোলার কারণে মৃত্যু অর্জুন চৌরাসিয়ার। হাইকোর্টে মুখবন্ধ খামে ময়নাতদন্ত রিপোর্ট পেশ করে জানাল কম্যান্ড হাসপাতাল।
কাশীপুরে রহস্যমৃত্যুর তদন্তে মৃত বিজেপি নেতার ই মেলের পাসওয়ার্ডের সন্ধানে সিট। সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিট। পরীক্ষা মৃতের মোবাইল ফোনের মেসেজ ও কললিস্টে।
- ঘূর্ণিঝড় অশনির প্রভাবে অন্ধ্র উপকূলে আবহাওয়ায় বদল। আগামী দু’দিন তেলঙ্গানায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। আজ থেকেই ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি। অন্ধ্রের কাঁকিনাড়া থেকে মাত্র তিনশ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়। অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। উপকূলে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।
- ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র। বকখালিতে সমুদ্রে নামা পর্যটকদের সরাল পুলিশ। ঝোড়ো হাওয়ার হাত থেকে বাঁচতে কুলতলিতে বাঁধা হল নৌকো।
- সুপ্রিম কোর্টে শুনানির আগে রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্নের মুখে অবস্থান বদল কেন্দ্রের। আইন পুনর্বিবেচনার পক্ষে কেন্দ্রের হলফনামা সুপ্রিম কোর্টে।
- প্রধানমন্ত্রীও আইন বিলোপের পক্ষে, দাবি রিজিজুর। আইনের অপব্যবহারেই আপত্তি, মন্তব্য রাজীব শুক্লার। ৭ বছর শাসনের পর হঠাত্ কেন নাগরিক স্বাধীনতার পক্ষে? খোঁচা মহুয়া মৈত্রর।
-মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরেই রকেট প্রোপেল্ড গ্রেনেড দিয়ে হামলা। হামলার পিছনে জঙ্গিদের হাত থাকার আশঙ্কা। সন্দেহ খালিস্তানি জঙ্গিদের দিকে।
- গৃহযুদ্ধের পরিস্থিতি শ্রীলঙ্কায়। রাজাপক্ষে সরকারের মন্ত্রী-নেতাদের বাড়িতে হামলা, আগুন। সাংসদ-সমেত শাসক দলের ৫ জনের মৃত্যু। আগুন প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়িতে।
- দার্জিলিংয়ে সুজয় ঘোষের ছবির শ্যুটিংয়ের জন্য বাগডোগরা পৌঁছলেন করিনা। কলকাতায় যিশুর সঙ্গে ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য আসছেন করিশ্মা।
বিস্তারিত জানতে নজর রাখুন এবিপি আনন্দে। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। ফলো করুন আমাদের ফেসবুক ও ট্যুইটারে।






















